Endoplasmic Reticulum
মধ্যরাতের ক্ষুব্ধস্বর,
তুই আমাকে ক্ষমা কর।
এটা ছিলো স্ট্যাটাস, এবার নীচে দেখুন চুয়াত্তরের গোলাপী চলে এলো যেভাবে এই যুগের ফেসবুকে

পুরোটাই ছিলো কাব্য খেলা

Endoplasmic Reticulum
"কোনো এক মানুষীর তরে
যেই প্রেম জ্বালায়েছি পুরোহিত হ’য়ে তার বুকের উপরে!"
রাজিউর রহমান
মধ্যরাতের ঝিমুনি
নাগরিক স্যুভেনি
Endoplasmic Reticulum
আমি সারা দিন ঝিমাই,
রাতে ক্ষমা চাই।
রাজিউর রহমান
দিনে আমি ঘুরে বেড়াই
রাতে উড়াই প্রেম নাটাই
Labib Hotash
দিনের বেলা সাজো জামাই
রাত্রে করো ঘুম কামাই


Endoplasmic Reticulum
নাটাই না উড়াই ঘুড়ি,
ঘুম চোখে সেরে নেই
দিনের ঘোরাঘুরি।
Labib Hotash
ওড়াতে গিয়ে ঘুড়ি,
ছাদের থেকে পড়ে;
রুটি-কলা-আম-
আর না নড়ে-চড়ে।

রাজিউর রহমান
রাত যতো বাড়ে
ঘুমের কাছে প্রেম হারে

রাজিউর রহমান
আমি একদিন রাতে না ঘুমাইলে
পরদিন সকালে না উঠিলে
চাকরি আমার রয় না অফিসে

Endoplasmic Reticulum
রাতে দেবী ক্রমশ মানুষী হয় । m/
রাজিউর রহমান
মানুষী ক্রমশ মানুষের পানে ধেয়ে আসে

Endoplasmic Reticulum
মানুষ অবাক হয়ে ঝেড়ে কাশে ...
Labib Hotash
ও মানুষী
আয় না উড়াই ফানুস...
কয় দিন আর
থাকবি হয়ে মানুষ

রাজিউর রহমান
মানুষ এগিয়ে আসে, মানুষী আড়ালে হাসে

Endoplasmic Reticulum
আলগা খোঁপার বাঁধন,
ঝর্ণা শাড়ির আঁচল।
Labib Hotash
সে হাসি
বড্ড বাসি
তেলেসমাতি ব্যাপার

সাবধান ওরে
সাবধান তোরা
সওয়া যে বড় হ্যাপার

রাজিউর রহমান
মানুষ মানুষীর উল্লাসে
ঝর্না শাড়ির আঁচল হারিয়ে যায়
Labib Hotash
আলুলায়িত কেশে,
যখন তুমি আসো...
পানসে হাসি হেসে
অকারণ কেন কাশো?

Endoplasmic Reticulum
হাসির পরে কী হয়
জানতে চায় জাতি ,
রাজিউর রহমান
যদি থাকেন রাজি ।
রাজিউর রহমান
সে কথা বলা বারন
নিজেই বুঝে নিও ক্ষন
Mahmudur Rahman Nahollex
কন্যা এমন করে হেসো না
এ হৃদয়ে বহে ঝড় বন্যা!
রাজিউর রহমান
কন্যা দেখা দেও দুনয়নে
ভালোবাসিবো রাত্রির গোপনে

Mahmudur Rahman Nahollex
ক্ষয়ে যাওয়া চাদ
খোলা আসমান
দিও না গো কন্যা
নীল বিষাদ!!
Labib Hotash
হাসির পরে ফাঁসি
আদেশ দেন মাসি।
কন্যা দেখা দিয়েছে
রাতও চলে গিয়েছে
নীল বিষাদে আরেকজন
কান্দে তাহার হু হু মন

রাজিউর রহমান
নীল বিষাদে মুড়িয়ে নেবো নিজেকে
তোমাতে আমাতে বিলীন করবো ক্ষয়া চাঁদকে
Endoplasmic Reticulum
বিষাদে আমি রঙ চড়াব,
কলঙ্কে তোমার মন ভরাব।
Labib Hotash
মধ্যরাতে চোখের ভেতর মারুন গ্লিসারিন
অথবা কেঁদে-কেটে করুন চক্ষুগ্ল্যান্ড ক্লীন
মধ্যপ্রাচ্যে যাবার স্বপন দেখতে থাকুন ঘুমে
আরামের শয়ন হবে ছেঁড়া কাঁথার ওমে

Mahmudur Rahman Nahollex
আজ ঝড় হবে, বৃষ্টি হবে!
তুই আমার চোখে
বসত গড়বি কবে?
রাজিউর রহমান
কন্যা এসো আমার কাছে
কন্যা বসো আমার পাশে
একটু তাকাও কন্যা আমার পানে
একটু ভালোবাসব, চলো অন্যখানে

Endoplasmic Reticulum
অন্যখানের অজুহাত কন্যা নিবে বুঝে,
একবার হারালে কন্যারে পাবে না খুঁজে।
Labib Hotash
কন্যা তুমি এমন করেই
ছেলেগুলোর মাথা খেয়ো,
বিশেষ করে রাজিউর ভাইকে
যন্তর-মন্তর ঘরে নিয়ে যেয়ো।

রাজিউর রহমান
কন্যা যেও না হারিয়ে
দুচোখ যেদিকে তাকিয়ে
এবুকে দেখো কন্যা
তোমার জন্য রক্ত বন্যা
রাজিউর রহমান
তোমার জন্য আমার সম্বল
এক বুক রক্ত কম্বল

Labib Hotash
কন্যা ভালো সুজাতার মত
কন্যা কত লাজুক,
কন্যাগুণে অসাড় সবাই
কিন্নরী স্বর বাজুক।

Labib Hotash
ওহে রবার্ট পাত্তিছন
এদিকে আসো বাছাধন
রক্তকম্বল নিয়া যাও
এই শীতে গা-বাঁচাও

Endoplasmic Reticulum
জমাট দুজন কম্বলে,
চুমুর ক্ষত কম হলে-
রাত ঘুমাবে -রাত বলে।
রাজিউর রহমান
কন্যার জন্য যতো আশা,
কম্বলের নীচে জমাট ভালোবাসা!
Labib Hotash
অর্বাচীন ঘুমে-
এবার জড়িয়ে যাবার সময়।
নিশাপতি তুমিও যাও;
সবাই যাক।
আমি আঁধার পুড়িয়ে নেব
জ্বেলে রাখা মোমে।

Endoplasmic Reticulum
আঁধার পোড়া মোমের সাথে
তরুণীর খুব ভাব ,
রাজি থাকলে বিকেলে
দুজন খাব ডাব ।
Labib Hotash
এখনকার তনয়াদের
অনুভবে কেএফসি,
ডাব তো দূরে থাক
ঝাড়ি এবং হুঁহ দেখসি।

রাজিউর রহমান
আঁধারে আঁধারে তরুণী খোঁজে আমায়
অথচ আমি হারিয়েছি সেই কবে
তরুনীর চোখের কালো আঙিনায়
Endoplasmic Reticulum
গোলাপী এখন ট্রেন ফেলে কেফসির জানালায়,
নির্জনে একা ডাব খাচ্ছি বেহেশতি নিরালায়।
Labib Hotash
নন্দিনী তুমি নয়নজলে
একটু ভাসো...
ঝরে পড়ুক কত রাজিউর,রেটিকুলাম।
কতদিন দেখিনা আমি
বেদনাকাতর প্রেমের গোলাম


রাজিউর রহমান
সেই সে গোলাপী
কবে কোথায় হারালো
গোলাপীকে খোঁজা এখন
আমার প্রিয় হবি

Endoplasmic Reticulum
ক্ষুব্ধস্বরে ক্ষমা চাই,
গোলাপী তোমার কাছে,
একটা রাত বৃথাই গেল
রাত পোহানোর আঁচে।
Labib Hotash
একটা গোলাপীর
জন্যে এত আলাপী?
এ অন্যায়,বড় অবিচার
পরিণত ঋণখেলাপী

রাজিউর রহমান
গোলাপী এখন ঋণখেলাপি
জেলে বসে তাই ভাবে
কবে পাবে মুক্তির দাবি
Endoplasmic Reticulum
গোলাপী, তুমি অযথাই
শেষ বিকেলে
দিয়েছিলে হাই ।
Al-amin Talukdar
গোলাপী তুমি চড়ছো ট্রেন
আর নষ্ট হচ্ছে আমার ব্রেন
রাজিউর রহমান
গোলাপী এখন ফেসবুকে
রাতের গভীরে
তিন জনের টানাটানিতে
এযেন ডিজিটাল গোলাপী

Labib Hotash
তুমি নিশীথিনী,
রাতের ঝিয়ারি।
তুমি ছিনিমিনি,
খেলুড়ে পেয়ারী


Endoplasmic Reticulum
গোলাপী এখন বেশ দূরে
সম্পর্কে হয় ভাবী ;(
গোলাপী আর সকাল দুপুরে -
রাখে না কোন দাবি।
রাজিউর রহমান
ও ভাবী
তুমি গোলাপী
একটাই দাবী
দাও একটা শালী
Al-amin Talukdar
গোলাপী এখন হাইয়ার ক্লাস
ট্রেন ছেড়ে সে ভলভো বাস
রাজিউর রহমান
গোলাপী পড়ে হাই হিল
নাগাল পাইতে লাগে স্কিল

Labib Hotash
হে আবুল এসে দেখ,
গোলাপী ছেড়েছে দাবি...
এখান থেকেই শেখ;
নতুবা খেয়ো খাবি।
রাজিউর রহমান
গোলাপী প্রেম কবেই শেষ
সূচনাকে লাগে বেশ!
Endoplasmic Reticulum
পাগল পাইছে পাগলে
গোল্লা গোল্লা গুগল ফেলে ।
রাজিউর রহমান
গোলাপী নাকি সূচনা?
মনের একি দোটানা

Labib Hotash
সূচনা নিয়া রচনা
উপসংহার রটনা

Al Hasan
গোলাপি এখন ট্রেনে
কিম্বা প্লেনে
রাজিউর রহমান
অথবা আল হাসানের নয়নে, মনে, সর্বখানে

Endoplasmic Reticulum ।...
রাগ ঝাড়ে আমার আসবাবে ,
সব কিছুকেই বাস ভাবে ।
Al-amin Talukdar
নামে গোলাপী যতই হও
নও আবুলের মতো
তাহার রঙ দেখলে পরে
হবে মাতা নতো
Endoplasmic Reticulum
গোলাপী, তোমার হৃদয় আজ ঘাস,
আমার ভাইয়ের বাসা তাই বাস।
রাজিউর রহমান
আমার গিটার পড়ে থাকে
গোলাপী আড়ালে দেখে
হাই হিল পড়ে সাম্বা নেচে
গিটারে সুর তুলতে যাচ্ছে

Endoplasmic Reticulum
গোলাপী কিছু আর আছে কী গোলাপী ...
রাজিউর রহমান
ক্ষান্ত দেও ঘুমামু
ঘুমের চেয়ে গোলাপী
বড় নয় মামু
Endoplasmic Reticulum
এক কালে গোলাপী,
ছিল ঘুমের চেয়ে বড়,
গোলাপী গো গোলাপী,
পারলে এনাদের ইকটু ধর।
Al-amin Talukdar
গোলাপী কাভারে কালো রঙের গীটার
বাদ্য নয় যেনো হাজার ভোল্টের হিটার
Labib Hotash
মাথা নত করো তুমি
আমি বলি বাউ,
মুখ তুলে তাকালেই
ঘুরে বলি যাও।
গোলাপী তোমার স্বভাবে
আবুলের ডালপালা,
অভাবেই তোমার নাকি
এত এত জ্বালা?

Endoplasmic Reticulum
নির্জন স্বাক্ষরে,
ক্ষান্ত দাও দুঃখরে।
রাজিউর রহমান
আব্বে ঐ পুলাপান দিবি নাকি ক্ষান্ত?
গোলাপীরে এখন হাসপাতাল পাডামু কৈরা আহত
Labib Hotash
রাজিউর ভাই চাঁদা দেন
ময়দান থেইকা ভাগার আগে
পারলে এট্টু বেশিই দিয়েন
রেটিকুলাম আর আমার ভাগে।
Endoplasmic Reticulum
চুয়াত্তরের গোলাপী এখন আমাদের খালা ,
খিদা লাগসে খাওন দেন উচায়া ধরেন ডালা ।
রাজিউর রহমান
চান্দা মান্দা কিছু নাই
আমি এখন গোলাপির ভাই
এমনে গেলে যাউ
নাইলে বাংলা মাইর খাউ
Labib Hotash
ডালা থুইয়া বইসা পড়ো বাইড়া দিবো পাতে
অথবা একটু ধৈর্য ধরো পাইবা হাতে-হাতে।
Al-amin Talukdar
রঙের কি আর শেষ আছে?
গোলাপীরে তালাক
কই গো আমার ফুলন্দেবি
দেখা তো তোর ঝালাক!
Labib Hotash
ওরে ও ফুলন্দেবী
তোমার নাকি ফোবিয়া,
যখন-তখন গোঁ ধইরা
যাইতে চাও লিবিয়া?

Endoplasmic Reticulum
উলালা উলালা
টিভি ছাড়লে চামেলী ,
এই সবে পালায়া গেসে ,
শাড়ি পড়া গোলাপী ।
Labib Hotash
আমরা এতগুলা পোলা,
ইগনোর করিতেছি দেখে...
গোলাপী দাগিতেছে গোলা।
রাজিউর রহমান
উ লালালারে
গোলাপী আসেরে
কিযে তার রূপ
যেনো আটার স্তুপ

Endoplasmic Reticulum
শরীরের জ্যোৎস্নায় আমি চন্দ্রাহত,
লিবিয়ার বুইরা বেটা যথাসময়ে নিহত!
রাজিউর রহমান
বুইড়ার চোখে গোলাপির বেণী
বিড়াল করে তারে লুঙ্গিহানি

Endoplasmic Reticulum
আমরা জোয়ান মর্দ,
আমাদের হাতে মানায় না
জালিম বাজারের ফর্দ।
Endoplasmic Reticulum
গোলাপীকে কে যেন ডিফারেন্সিয়েট করে দিয়েছে ...
Labib Hotash
এমনি করিয়া গোলাপী থাকিবে বেঁচে...
এভাবেই উহারা লইবে তোমার সর্বস্ব সেঁচে।
কালে কালে কত গোলাপী আসিবে
আমরা যাইবো কেঁচে;
নিজেদের ভুলে নিলামে উঠিব
সবেতে খাইবে বেচে।

রাজিউর রহমান
আমরা রাতজাগা পোলা
গোলাপী আমাদের হাতের ময়লা
চ্যাটে নক কর্লেই আসে যত গোলাপির কয়লা
Endoplasmic Reticulum
গোলাপী এখন কয়লা ,
চ্যাট বক্সে জমেছে ময়লা ।
রাজিউর রহমান
জুকারবার্গ তুমার কাছে ঋণী
গোলাপী এখন ফেসবুকের গিন্নি
Labib Hotash
এ যুগের গোলাপিরা
সুযোগ পাইলে চ্যাটে,
কয়লা তো কয়লা
তারে রসুন বাটা বাটে।
রাজিউর রহমান
ইও ইও গোলাপী
আসছে জীবন বাবু
ইও ইও গোলাপী
নাচ একটু লুতুপুতু
Labib Hotash
গিন্নিমা,পেন্নাম!
আমি টাইমলাইন...
কর্তা কইছে নতুন বছরে
আমিই নাকি আইন।
Endoplasmic Reticulum
আমি জমে গেছি তোমার-
উক্ত অনুক্ত দ্বিরুক্তিতে,
কোলাহলের হলরুমে
পিরিয়ড হবার বিরক্তিতে।
রাজিউর রহমান
চুল তার কবেকার
পিরিয়ডিকার
গোলাপি ভিজেছে
গোলাপী সেজেছে
Endoplasmic Reticulum
কপাল খারাপ গোলাপীর,
সবাই ছিল ভণ্ড পীর।
রাজিউর রহমান
দিক্কারে দিক্কার জীবনবাবু
দিলোনা গোলাপির জামাইবাবু
Labib Hotash
মঞ্চে উঠে এসো রানু...
আমি তোমায় চিনেছি,
ডাক নাম গোলাপী তোমার
পূর্ণ নামে ডেকেছি।
Endoplasmic Reticulum
ঘুমিয়ে আছে গোলাপীর জামাই,
সকল চামেলীর অন্তরে ।
রাজিউর রহমান
গোলাপী এবার চলো পালাই
দেখে নাও সাথে নেবে কোন জামাই?
Endoplasmic Reticulum
গোলাপী শেষমেষ তুমি ঘুমিয়ে গেলে ?
আমাদের একা একা একা তিকা পেয়ে মজা লুটলে ?
কাজ শেষে গুড নাইট বলে উধাও তুমি ?
ছি ছি ছি !
Labib Hotash
চামেলীর বান্ধবীরা
জলদি ছোটো,
গোলাপী নেবে জামাই লুটে
বলবে হটো।
Labib Hotash
বসুমাতা স্থির
থ্রী-স্টুজেস তুঙ্গে-
সম্ভবত জারিফ বাবু
চায় দিতে রণে-ভঙ্গে।
রাজিউর রহমান
গোলাপী দেখে লালটিউব
জামাই খোঁজে গরমবাতি
হায় গোলাপী হায় জামাই
শেষ পর্যন্ত খাইলো রুটি
Endoplasmic Reticulum
মন টানে না গীতিকাব্যে,
আমায় নিয়ে আর কে ভাববে।
গোলাপীরে এক রাইতে বানায় দিলাম আকাশী,
মেলা শেষে দেখি,
হাতে তার বাতাসী।
রাজিউর রহমান
গোলাপী খায় বাতাসী
জামাই থাকে উদাসী
তার মাঝে আমি প্ল্যান করি
কখন আসবে ছিনতাইকারি
Labib Hotash
গোলাপীরে তুই অফ্ যা,
ভাঙ্লি ঘুমের কব্জা।
নাইয়র যা পুরাণে,
খোক্কস সব যেখানে।
Labib Hotash
জামাইবাবু খাইছে ঘোল,
গোলাপী বেইবি পাইছে রোল।
সরদারজির দুলালী
কতই না নাম কামাইলি।

রাজিউর রহমান
ছিনতাইকারী আইলো
গোলাপির সব গেলো
জামাই থাকে দাঁড়িয়ে
কাপড় চোপড় হারিয়ে

Labib Hotash
কি হবে অতীত ঘেটে
গোলাপী দম্পতি?
এই যে ক্রেডিট কার্ড-
কিনে এনো যা খুশি,
নতুন বসন,বাসন-কোসন,থালা-বাটি।
রাজিউর রহমান
ঘুমাইতাম, গেলাম তাই গোলাপী থুইয়া
ঘুম চিরতরুনী, গোলাপী বুড়ি মাইয়া
Labib Hotash
নেমে এসো নেমে এসো নেমে এসো
আড়েআড়ে ঘাপটি মেরে...
জড়ানো ভারে আপন ভরে ক্লান্ত ঘোরে
উদার চোখে চুপটি করে...
Endoplasmic Reticulum
রোমানরা কি রোমানটিক ?
লাবিব ভাইয়ের কথাটা ঠিক !
Al-amin Talukdar
কাছে এসো আরো কাছে কাঁপিতেছে ধরিত্রি
গোলাপীরে লাল করে সবাই বললা শুভ রাত্রি?
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:০৪