দেখিতে গিয়াছি পর্বতমালা , দেখিতে গিয়াছি সিন্ধু... দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া- একটি ধানের শিষের ওপর, একটি শিশির বিন্দু !
ব্যাপার টা হয়ে গিয়েছে অনেকটা এরকম। বাংলাদেশে যখন ছিলাম, ঢাকার বাইরে দুএকটা জেলা বাদে অন্য কোথাও যাবার সুযোগ তেমন একটা হয়নি। ঢাকার আশেপাশে কিছু জায়গাতে গিয়েছি, দিনে গিয়ে দিনেই ফিরে এসেছি। এত কিছুর একটা ই কারন। আমার ডিক্টেটর বাপ। রাতে বাইরে থাকা যাবে না। এই একটা কারনেই হয়ত কোথাও আর যাওয়া হয়ে ওঠেনি।
ডিক্টেটর গৃহকর্তা বাপের হাত থেকে যখন আমার জীবন স্বাধীনতা লাভ করল, নিজেকে আবিষ্কার করলাম দিন রাত্রির সীমানার বাইরে ! ইংল্যান্ড এর প্রতিটা শহর একটা একটা করে ঘুরতে শুরু করলাম। গত পাঁচ বছর এ প্রায় পঁচিশটা ছোট বড় শহর ঘুরেছি। এর বেশির ভাগ ই গিয়েছি ইংলিশ প্রিমিয়ার লিগ এর খেলা দেখতে ।
লেখাপড়া আর কাজকর্মের ভিড়ে ইংল্যান্ড এর বাইরে কোথাও যাওয়া হয়নি কখনো , শুধু আয়ারল্যান্ড বাদে। আয়ারল্যান্ড এ কেন যেতাম সেটা না ই বা বললাম ! পড়ালেখা শেষে এবার মনে হল ইংল্যান্ড এর বাইরের দুনিয়াটাও ঘুরে দেখা উচিত। ঠিক করে ফেললাম কাছের কোনও কিছু দিয়ে ই শুরু করি। ঠিক করলাম স্কটল্যান্ড যাবো। ব্যাস হয়ে গেল। চলে গেলাম এডিনবার্গ। সাড়ে চার ঘণ্টা ট্রেন ভ্রমণ শেষে পৌঁছে গেলাম আর এক সীমান্তে।
বিস্তারিত বর্ণনা দেওয়ার মতো ধৈর্য নাই। তাই ভাবলাম ছবি শেয়ার করি। ছবি কথা বলে শুনেছিলাম ! দেখি বলে কিনা !!
আল্লাহর রহমতে ধার করা লাম্বা ক্যামেরা দিয়া কমসে কম হাজার দুই ছবি তো তুলসিলামই !! আচ্ছা অনেক কথা বলে ফেলসি, আর না। ডাইরেক্ট ছবিতে চলে গেলাম। ওরাই কথা বলুক...