অজ্ঞাত গন্তব্য, অদৃশ্য বিধাতার চেতনা-ঊর্ধ্ব উপস্থিতি,
সম্পর্কের অবোধগম্য মায়াজাল,
সময়ের ছুরিকাঘাতে ঝরে যাওয়া জীবনাংশের পিছুটান,
কালের নৌকায় ভেসে আসা মহামানবের জীবন-দর্শন কিংবা
মহামানবের রূপে শত ভন্ডের আস্ফোলন,
ঠুনকো আয়নায় সৃষ্টির প্রতিবিম্ব,
মাটির খাঁচায় অস্পর্শী আত্মার অব্যক্ত প্রতিধ্বনি,
কিংবা একই আত্মার শতরূপী প্রতিচ্ছবি,
স্বার্থ, লোভের অতলস্পর্শী সাগরে ক্রমাগত ডুবতে থাকা
নিরূপায় বিবেকের অবিনাশী হাহাকার,
সময়ের কাল-স্রোতে ভেসে আসা ছোট-বড় উপহার, কিংবা
সময়ের বাঁকে বাঁকে অপেক্ষমান
ছোট-বড় বিস্ময়ের অনির্ধারিত উপস্থিতি,
মাঝখানে প্রেম নামক তরল,ঈষৎ-বিতর্কিত অথচ
অবধারিত, সৃষ্টির সমবয়সী এক চেতনার দ্বিমুখী যাত্রা,
সেই যাত্রাকে কেন্দ্র করে
উৎ-কাল্পনিক মহাকাব্যের গোড়াপত্তন, অথবা ঘৃণার সমাধি রচনা,
রাষ্ট্র, পৃথিবী, ইতিহাস, রাজনীতি--এসবের নামান্তরে কেবল--
পাওয়া, না পাওয়া, সুখ আর বিষাদের-- সীমানা, উপসীমানা নির্ধারণ,
একই নীলের নীচে দাঁড়িয়ে কেবল সুখ আর বিষাদের মাত্রা গণণা,
অন্ধ বাঁদুড়ের মতো আলো-রূপ সুখের পিছনে ছুটতে ছুটতে
কোন এক অচিন বসতিতে পদার্পণ, কিংবা
নব্য মাটির দলায় চিন্তা-ঊর্ধ্ব কোন প্রক্রিয়ায়--
পুরানো, নিস্তেজ প্রাণের অবধারিত সফল প্রতিস্থাপন--
কেবল এসবই কি
সেই অদৃশ্য বিধাতার জগৎ-সৃষ্টির নীল নকশার উৎস-মূল,
নাকি জগৎ-মঞ্চের কালো পর্দার আড়ালে অলক্ষ্যেই বহমান রয়েছে-- রহস্যের কোন আরেক বিশাল সমুদ্রের অথৈ নীল জলরাশি?
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৩