বিধাত্রীর নীলনকশায় নজরবন্দি বাজিকর
চাবুকের লাগামহীন যন্ত্রণা থেকে নিংড়ে
পাওয়া সুখের শেষ সমুদ্রঝড়ে খুন হবে
বলে জানু পেতে বসে আছে-আমরন!
মহাত্মা হৃদয় তবু বেওয়ারিশ লাশেই
অস্ত্রোপচার করে খুঁড়ে চলে আমূল আদিম
প্রহরে শ্রমলব্ধ, মধুমাখা, জ্ঞানশূন্য সিংহাসন!
নেশার মত বিশুদ্ধ নষ্ট ইন্দ্রজালের সূর্যোদয়ে
রহস্যের অতলে রহস্যের বিষমাখা তীর যে
হৃদয় ছুঁয়ে পেয়েছিল অমৃত সুখ- সে গোপন
অতলে ডুব দিয়ে বাজিকর দেখেছিল স্বপ্নবিষাদ!
ধ্বংস, মৃত্যু কিংবা ভয়ের স্পর্শবিহীন চেতনার
অন্ধকারে অন্ধ হয়ে একমুঠো আলোর আশায়
নিজেই নিজেকে বিশ্লেষণ করে খুঁজে পায়-আজন্ম ফাঁদ!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০