সামুতে স্থগিত হওয়া ব্লগারদের ব্লগ পোস্ট ফিরায়া দেয়া হইতেছে দেখলাম। নোটিশবোর্ড এই নিয়া একটা পোস্ট দিছে, যা সম্ভবত প্রথম পাতায় প্রকাশ করা হয় নাই। কারণ ঐ পোস্টে তেমন কোন কমেন্ট দেখলাম না। এমনকি হিট ও ৫০ পার হইতে পারে নাই।
বাতিলকৃত ব্লগারদের পোস্টের মধ্যে এখন পর্যন্ত দেখলাম হাসিব ভাই আর বাবুয়ার ব্লগ আছে।সারওয়ারচৌধুরী কিংবা ওয়ামির ব্লগ এখনো বাতিল।
স্পষ্টতই বোঝা যায়, হাসিব ভাইরে ব্যান করাই হইছে বাবুয়ার পোস্ট ফিরায়া প্রচেষ্টা হিসেবে। এই বিষয়ে ব্লগারদের পূর্বানুমানই সত্য হলো।
তবে হাসিব ভাইকে এখনো আনব্যান করা হইছে কিনা, জানিনা।
নোটিশবোর্ডের পোস্টের লিংক :
Click This Link
উপরের কথাগুলো আমার নয়। একজন পুরাতন জনপ্রিয় ব্লগারের ফেসবুক নোট হতে অনুমতি না নিয়েই প্রকাশ করা হয়েছে। উনার কথার সাথে একমত হয়েই আশা করছি উনি ব্যাপারটাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। নিচের লেখা গুলো আমার...........
পিকনিক নিয়ে নোটিশবোর্ডের মিথ্যাচারিতার(Click This Link) কথা সবার আগে আমি ব্লগে প্রকাশ করলে তা সবাইকে নাড়া দেয় এবং সবার সচেতনতা এবং দাবীর মুখে নোটিশবোর্ড নাসিফ ইফতেখার কে আনব্যান এবং অন্যান্যদের ডিলিট হওয়া ব্লগ ফিরিয়ে আনার ব্যাবস্থা নেয়। ব্লগারদের একাত্বতা ও এ জয়কে আমি অভিনন্দন জানাই।
হয়তো এটাই আমার শেষ পোস্ট। এরপর হয়তো আমাকে ব্যান করা হবে। তবে কিছু কিছু নিকের জন্মই নেয় প্রতিবাদের জন্য।প্রতিবাদ শেষে তা ঝরে পড়াই স্বাভাবিক। তবে আপনারা সবসময় সচেতন থাকবেন "কালো মডারেশন" এর ব্যাপারে। স্বচ্ছ মডারেশন আমাদের অধিকার। এটা কখনই ভূলবেন না। আরিফ জেবতিকের ভাষায়, "...............এখানে আরেকটা মতামত দিচ্ছি ( আমি জানি না এখানে মতামত দেয়াটা অপরাধের পর্যায়ে পড়ছে কি না , আপনাদের মডারেশনের বিষয়টা বোধগম্য হয় না আমার কাছে ) সেটা হচ্ছে বিভিন্ন মাত্রার মডারেশন প্রয়োগে আরো সতর্ক হওয়া ।খুনীর বিচার আর খুনীর বিচার চেয়ে আন্দোলনকারীদের বিচার ,দুটোর রায় যেন এক না হয়।"
সামহোয়ার আমাদের শত্রু না। আলাপচারিতার মাধ্যমে অবশ্যই মডারেশন যাচাই করা সম্ভব। আমার কাজ শুধুমাত্র আপনাদের সচেতন করা।
নতুন ব্লগারদের বলছি, গত কয়েকদিনে ব্লগে খুব ঝামেলা আর ভেজাল হলেও এটা এই ব্লগের নিয়মিত দৃশ্য নয়। ব্লগটা আসলেই খুব ভালো। নাহলে দুই-আড়াই বছর ধরে মানুষ এখানে পড়ে থাকতো না।
দেশের এরকম একটা সময়ে এরকম একটা পোস্ট দেয়ার জন্য আমি খুবই দুঃক্ষিত। ব্লগটাকে আমরা ভালোবাসি। এই ব্লগে কোনো খারাপ কাজ বা তথাকথিত "পলিটিক্স" হতে দিব না। ভালো থাকবেন।