আজ আমি বড়ই ক্লান্ত...
চারিদিকে শুধুই রোমান সিজারদের
রগরগে, বিকৃত, স্যাতস্যাতে খেলাঘর
সেথায় গিয়ে নিজের সতীত্বের সনদ নিচ্ছে
রাজ্যের সবচেয়ে নিষ্পাপ তরুনী।
আর খেটে খাওয়া সরল যুবকটির সঙ্গী হচ্ছে
ক্লিওপেট্রার কোনো উত্তরসুরী অথবা
জুলিয়াস সিজারের শয়ণকক্ষের রক্ষিতা।
আজ আমি বড়ই ক্লান্ত...
কৃত্রিম স্যাটেলাইটের নিচে
ধর্ষিত হচ্ছে লাখ লাখ তরুণ-তরুণী
একবার নয়, নিযুতবার।
তারপর..
সিজারের সুরার আসরে নিমন্ত্রিত ধর্ষক
দেয়া হচ্ছে জলপাই পাতার মুকুট
আর কয়েকখানা ফালি চাদ।
আজ আমি বড়ই ক্লান্ত...
লাইলি-মজনুর কিচ্ছায় এখন প্রাণ যায়
ভালোবাসা মানেই এখন রোমান সভ্যতা অথবা
আলেকজান্দ্রিয়ার সাথে রোমের ভালোবাসা।
আজ আমি বড়ই ক্লান্ত, নি:স্ব
আমি মিলিয়ে যেতে চাই
নি:স্ব পাখিদের ভিড়ে
চলনবিলে অথবা হাকালুকির মাঝখানটায়।
যেখানে থাকবেনা কোনো সিজার কিংবা
কোনো ক্লিওপেট্রার মিছে হাতছানি।