সময় অত্যান্ত দ্রুত যায় কথাটা ১০০ ভাগ ভুল। সময় তার আপন গতিতেই চলে।
আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে না পেরে সময়ের চেয়ে পিছিয়ে গিয়ে
সময়কে অপবাদ দেই সময় দ্রুত চলে যায়।
আসলে দোষটা সময়ের নয় আমাদের।
তবুও বোকা মানুষ নিজের দোষ স্বীকার না করে বরং নির্দোষের উপর অপবাদ লেপটে দেয়।
বোকা মানুষ একরারও ভেবে দেখেনা নিজের দোষ স্বীকার করা যে একটা মহৎ গুন।
যেই গুনটা সচরাচর মানুষের মাঝে থাকেনা।
খুব সহজেই চাইলেই বোকা মানুষ পারে পারে নিজের দোষ স্বীকার করে নিয়ে
মহৎ গুনের এই স্থানটা সহজেই দখল করে নিতে।