রাতে বিছানায় পিঠ দিতেই কয়েকটা লাইন মাথায় আসলো, তখনি শুয়ে শুয়ে নোটে টুকে রেখেছি। বাংলা বানান নিয়ে আমি খুব ভেজালে আছি;
যদি জিজ্ঞাসে কেউ,
বেঁচে আছি কিসের আশায়?
দ্বিধাহীন কন্ঠে বলবো,
সে তো মুক্তির অপেক্ষায়।
কে সে জল্লাদ,
কারারূদ্ধ করে রেখেছে আমায়?
আপন জীবনের চেয়ে বড় শৃঙ্খলতো আর নাই!
পলে পলে জিজ্ঞাসে প্রাণ,
চেয়ে জীবনের মুখ পানে;
প্রতিটা প্রহর কি এমনি যাবে,
মুক্তির আস্বাদনে?
অদৃশ্য এই বেড়ি,
জগৎ সংসারের এত শত দায়;
কবে চুকাবো সব;
দম ফুরাবে কোন একা নিরালায়?
হাভাতে শৈশব,
কপটতার যৌবন পেরিয়ে এই মধ্যাহ্নে;
চাওয়া পাওয়ার হিসেব কষে,
ফলাফল পেলাম শুন্যে।
মনে মনে সান্তানা এই,
গল্পটা একধারে না পাওয়ার শুধু;
পেয়ে হারানোর তীব্র যন্ত্রনা,
জীবনকে পেতে হয়নি কভু।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২১ রাত ১:১৫