মুক্তির অপেক্ষায়
রাতে বিছানায় পিঠ দিতেই কয়েকটা লাইন মাথায় আসলো, তখনি শুয়ে শুয়ে নোটে টুকে রেখেছি। বাংলা বানান নিয়ে আমি খুব ভেজালে আছি;
যদি জিজ্ঞাসে কেউ,
বেঁচে আছি কিসের আশায়?
দ্বিধাহীন কন্ঠে বলবো,
সে তো মুক্তির অপেক্ষায়।
কে সে জল্লাদ,
কারারূদ্ধ করে রেখেছে আমায়?
আপন জীবনের চেয়ে বড় শৃঙ্খলতো আর নাই!
পলে পলে জিজ্ঞাসে প্রাণ,... বাকিটুকু পড়ুন