তুমি আমার
ললিত শৈশব, দূরন্ত কৈশোর,
তুমি আমার
হাসি কান্নার সাত সমুদ্দুর।
তুমি আমার
গরিবের প্রথম দেখা মেম সাহেব,
তুমি আমার
ভুলতে না পারা যৌবনের আবেশ।
তুমি আমার
প্রাণ ভরে নেয়া নিঃশ্বাস,
তুমি আমার
কপটতার ভিড়ে নির্জলা বিশ্বাস।
তুমি আমার
গ্রীষ্মের দুপুরে একটু ছাও,
তুমি আমার
থৈথৈ বর্ষায় ডিংগি নাও।
তুমি আমার
হৈমবাহে উলের চাদরের উত্তাপ,
তুমি আমার
ঋতুরাজের সুবাসিত মুখরিত বাতাস।
তুমি আমার
সব প্রতিকূলতা অপবারিত বেগ,
তুমি আমার
নিঠুরতার চাপে দলিত আবেগ।
তুমি আমার
শেষ বিকেলের রক্তিম বর্ণচ্ছটা,
তুমি আমার
শেষ থেকে নতুন শুরুর ঘনঘটা।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪