ভালোলাগার কয়েকটা মুভি নিয়ে আজকের লেখা, কেউ এই সপ্তাহান্তে নিজেকে একা মনে করলে বা প্রিয়জনের সাথে একসাথে বসেও মুভি গুলা উপভোগ করতে পারেন, গোগল ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি।
Movie: Catch Me If You Can
Staring: Tom hanks, Leonardo DiCaprio,Amy Adam, Christopher Walken
Language: English
সিনেমার কাহিনী হচ্ছে এমন এক ব্যক্তিকে ঘিরে, যিনি এক সাথে একজন কো-পাইলট, ডাক্তার এবং একজন আইনজীবী, ১৬ বছর বয়সেই সে নিজের ক্লাসের শিক্ষক সেজে ক্লাস নেয়, এমনকি প্যারেন্টস - স্টুডেন্ট মিটিং করে, শিক্ষা সফরও করে ফেলে।
সিনেমাটি বাস্তব গল্প থেকে নির্মিত, কাহিনিতে দেখানো হয়েছে একটা মানুষ কত ধূর্ত হতে পারে এবং কিভাবে অ্যামেরিকার FBI কে নাচিয়ে বেড়ায়, পরবর্তীতে সেই FBI এর একজন কর্মকর্তা হিসেবে বৈধ ভাবে নিয়োগ পায়।
ড্রাইভ লিঙ্কঃ Click This Link
চিঠির আদান-প্রদান আমাদের দেশে এক সময়কার জনপ্রিয় ব্যাপার ছিল, তারই রেশ আছে এই মুভিতে।
Movie Name: You've Got Mail
Staring: Tom hanks, Meg Ryan
Language: English
কাহিনীটা এমন, গল্পের নায়ক এবং নায়িকা দুইজনে ইমেইল এর মাধ্যমে একে অপরের সাথে পরিচিত, দুই জনের কাছেই দুই জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বাস্তবেও ওরা পরিচিত কিন্তু বাস্তবে নায়ক একজন বড় ব্যাবসায়ি, যার সুপার বুক স্টোর এর কারণে নায়িকার ছোট ৪২ বছরের পুরনো বইয়ের দোকান বন্ধ করে দিতে হয়। অনেক রোমান্টিক একটা প্রেম কাহিনী, আর Tom Hanks এর অনবদ্য অভিনয়।
ড্রাইভ লিঙ্কঃ Click This Link
এক স্ত্রী হারা বাবা এবং তার ৮ বছর বয়সী ছেলের জীবন ও সেখানে একটা রেডিওর অনুষ্ঠানের কল নিয়ে এই সিনেমার কাহিনী।
Movie Name: Sleepless in Seattle
Staring: Tom hanks, Meg Ryan & Ross Malinger
Language: English
মুভির কাহিনী এমন, একজন মাঝ বয়সী মানুষ যে সদ্য তার স্ত্রী হারিয়ে একমাত্র ছেলেকে নিয়ে জীবন যাপন করছেন, কোন ভাবেই নিজেকে স্ত্রী বিয়োগের ধাক্কা থেকে উঠাতে পারছে না। তাই তার ৮ বছর বয়সী ছেলে রেডিওর এক অনুষ্ঠানে ফোন দিয়ে বলে যে তার বাবাকে বলতে, সে যেন আবার বিয়ে করে। ঠিক তখনি গল্পের নায়িকা তার প্রেমিক কে পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়ে রেডিও শুনতে শুনতে নিজের বাসায় ফিরে আসছিল। ব্যাস বাকিটা মুভিতে দেখে নিয়েন।
ড্রাইভ লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮