আজকে যে সিনেমা নিয়ে কথা বলতে চাই, আমার দেখা সবচেয়ে সেরা সারভাইবাল সিনেমা এটা। অনেক দিন থেকেই ভাবতেছিলাম এটা নিয়ে লিখবো, গতকাল একবন্ধুর The Terminal নিয়ে লেখা দেখে মনে পরে গেল।
সিনেমাঃ CAST AWAY
IMDb Rating: 7.8/10
আমার রেটিংঃ ১১/১০
অভিনেতা Tom Hanks এর সব গুলা সিনেমা এক একটা মাস্টার পিস, কিন্তু এটা আমার দেখা সবচেয়ে সেরা। এমন সিনেমা দেখলে মানুষের মনে নতুন করে বাঁচার ইচ্ছে সঞ্চার হয়, হোক সে গলা পরিমান সমস্যায় ডুবে আছে। সিনেমাতে দেখানো হয়েছে কিভাবে একটা খুদ্র জিনিশ কিভাবে মানুষকে শক্তি যোগায়, একটা মানুষ তার দায়িত্বের প্রতি কতটা নিষ্ঠাবান হওয়া উচিৎ। ভালোবাসার টান কত প্রখর, সর্বোপরি মনের শক্তি একটা মানুষকে কত বড় সঙ্কটে বাঁচিয়ে রাখে।
সিনেমার গল্প খুব সোজা, FedEx এর কর্মকর্তা তাদের কার্গো বিমানে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে এক নির্জন দ্বীপের কাছে ভেঙ্গে পরে। সেখান থেকে সে সম্পূর্ণ নিজের ইচ্ছে শক্তিতে বেঁচে ফিরে আসে। যাক বেশি বলে মজা নষ্ট করবো না, নিচে আমার গোগল ড্রাইভের লিংক দিয়ে দিলাম দেখে মজা নিয়েন।
লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১