ছবির নামঃ স্ত্রী
ভাষাঃ হিন্দি
অভিনয়ঃ রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি
শুরুতেই বলতে চাই স্রাম্পতিক যারা যারা ইংলিশ হরর NUN দেখে বিরক্ত হয়েছেন তাদের বিরক্তি দূর হয়ে হাবে স্ত্রী দেখলে।
ছবির কাহিনী আবর্ত হয়েছে একটা শহরকে ঘিরে, যেখানে প্রতি বছর পূজার সময় এক ভুত/পেত্নি বা চুড়াইলের আবির্ভাব হয়, সে একা জোয়ান পুরুষ পেলে তুলে নিয়ে যায়, তবে নিয়ে যাওয়ার সময় জামা-কাপর ফেলে যায়। মজার ব্যাপার হচ্ছে সেই ভুত/পেত্নি বা চুড়াইল যাই বলি, সে মোটামুটি পড়ালেখা জানা তবে কিছুটা বেকুব, সে তার হারানো ভালোবাসা আর সম্মান খুঁজে ফিরে।
তার হাত থেকে বাঁচার জন্য শহরের সবাই ঘরের দেয়ালে লিখে রাখে "ও স্ত্রী কাল আনা", তবে ঘটনা ক্রমে সেই লেখা কেউ মুছে ফেলে, আর এক রাতেই ২০জন পুরুষকে তুলে নিয়ে যায় স্ত্রী।
রুদ্র নামের একজন আছেন সেই গ্রামে যিনি স্ত্রী'র হাত থেকে বাঁচার জন্য সবাইকে রাস্তা দেখিয়ে দেয়। সেই স্ত্রী'র সাথে ফাইট দেয়ার জন্য আমাদের নায়িকার আবির্ভাব হয়, কোন কূল-কিনারা করতে না পেরে সবাই মিলে যায় এক বুজুর্গের কাছে। তিনি বলে দেয় এক লোকের বর্ণনা যে এই স্ত্রী'র হাত থেকে বাঁচাতে পারবে শহরবাসীকে। বুঝা যায় সে আমাদের নায়ক।
আর বলবো না, মুভি দেখে মজা নিয়েন, পুরা পয়সা উশুল সিনেমা, কাহিনী, অভিনয়, গান। আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে যে, আমাদের নায়ক এক গণিকার সন্তান এটা সবাই জেনেও কেউ তাকে এটা নিয়ে কিছু বলেনা, উপরন্তু পুরা শহরে তার কাজের জন্য সে অনেক প্রশংসনীয়। আমাদের পুরনো প্রবাদ "জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভাল" সেটার প্রতিফলন এখানে।
মুভির লিঙ্কঃ নিজের গোগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিলাম, সরাসরি লোড দিতে পারবেন।
https://drive.google.com/file/d/1X2r68L0g7pfx9jcXNXmj8VEJ2lZfEKIP/view?usp=sharing
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬