এই বিদেশে পরে না থেকে ভাবতেছি দেশে গিয়ে একটা জন্যকল্লান মূলক প্রতিষ্ঠান দেব।
বর্তমানে বাংলাদেশে মানুষ যেখানে সবচেয়ে বেশি ভুল করছে,
ধোঁকা খাচ্ছে এবং দিচ্ছে,
প্রতারণা করছে আবার অনেকে এর শিকার হচ্ছে,
আবার অনেকে হারিয়ে যাওয়া বন্ধু খুঁজে পাচ্ছে,
কেউ কেউ ভালো কিছু কাজের জন্য আহ্বান জানাচ্ছে,
সাহিত্য - সংস্কৃতির চর্চা করছে,
কেউ কেউ সুশিক্ষা দান করছে, কেউ আবার কুশিক্ষা,
অনেকে খবর ছড়াচ্ছে সেই সাথে বেখবরও,
সেটা হচ্ছে ফেসবুক।
বাংলাদেশ নাকি ফেসবুক ব্যবহার কারীর দিক থেকে পৃথিবীতে দ্বিতীয় স্থানে, আজকের দিনে গুঁড়ো থেকে বুড়ো, আপামর জনতা নিঃশ্বাস নেয়া বন্ধ করার কথা ভাবতে পারে কিন্তু ফেসবুক ছাড়া থাকতে পারবে না।
এবার মূল কথায় আসি,
যে জিনিষটা এতো ব্যবহার্য,
এতো জরুরি,
এতো জনপ্রিয়,
এতো লোকে ব্যবহার করে,
সে জিনিসটার সঠিক শিক্ষা প্রাপ্তির কোন ইনস্টিটিউশন নাই, এটা কি ভাবা যায়?
এমন হলে কিভাবে আজকের যুব সমাজ এই ফেসবুকের সঠিক ব্যবহার করবে, এই কথাটা কি কারো একবার মনে আসে নাই? সেজন্য হর হামেশা অনেকের ফেসবুক প্রোফাইল বন্ধ হয়ে যাচ্ছে, একে অন্যের ছবি চুরি করে নিজের নামে চালাচ্ছে, মেয়ে হয়ে ছেলের নাম আবার ছেলে হয়ে মেয়ের নামে প্রোফাইল বানাচ্ছে। মা-বাবার আকিকা দিয়ে রাখা নাম ভুলে ধার করা নাম দিচ্ছে।
তাই আমি চিন্তা করেছি একটা "ফেসবুক ট্রেনিং এন্ড সার্ভিস সেন্টার" খুলবো। এই সকল ব্যপারে শিক্ষা দিয়ে একটি দক্ষ ফেসবুক ব্যবহারকারী জনগোষ্ঠী ঘড়ে তুলবো।
আপনাদের মতামত এবং দোয়া পার্থি
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮