১৯৫৮'র ২৩শে সেপ্টেম্বর কী হয়েছিল?
কেউ জানেন না।
জানবেন কী করে!
ইতিহাসে লেখা হয় যে প্রাদেশিক পরিষদে তুমুল ঝগড়ার সময় ডেপুটি স্পীকার শাহেদ আলী গুরুতর আহত হন ও হাসপাতালে মৃত্যুবরন করেন।
কিন্তু প্রকৃত ইতিহাস কি কেউ জানেন?
প্রকৃত ইতিহাস হল সেদিন শেখ মুজিব চেয়ার দিয়ে পিটিয়ে শাহেদ আলীকে খুন করেন।
এই হল খুনী বঙ্গবন্ধুর(!) প্রকৃত চরিত্র।
আরও শুনবেন?
জাসদ নেতা সিরাজ শিকদারকে খুন করা হয়েছিল।
কার নির্দেশে?
জানেন?
শেখ মুজিবের নির্দেশে।
সিরাজ শিকদারের মৃত্যুর পর মুজিব বলেছিলেন-"কোথায় আজ সেই সিরাজ শিকদার!"
knowin all these, will you address him বঙ্গবন্ধু?
will you?