-------------------- ডঃ রমিত আজাদ
আমি একটি বিকেল চাই,
নরম মিষ্টি রোদের বিকেল,
তুমি থাকবে পাশে,
তোমার মিষ্টি মুখের মতই মিষ্টি হবে মেঘ।
আমি আকাশ হবো,
আবীর রংয়ে রাঙা মেঘের আকাশ।
পৃথিবীর সব শোভন এসে ভীড় করবে
তোমার মুখের শান্তি ভরা ছায়ায়
মুক্তো ঝড়া হাসি হেসো হৃদয় সাগর জুড়ে,
আমি উথাল হবো!!
আমি একটি বিকেল চাই,
নরম মিষ্টি রোদের বিকেল,
শিউলী ফুলের সুবাস ভরা উষ্ণ মৃদু বাতাস বওয়া বিকেল,
তুমি থাকবে পাশে,
তোমার মিষ্টি এলোচুলে ফুল সুরভী বাতাস করবে খেলা,
আমি নদী হবো,
হঠাৎ বানের জোয়ার এসে উথলে ওঠা নদী।
পৃথিবীর সব আবেগ এসে ভীড় করবে
তোমার চোখের আবেশ ভরা মায়ায়,
অধর খুলে কিছু একটা বলো,
আমি মাতাল হবো।
দেবে আমায় মিষ্টি রোদের বিকেল?
শিউলী ফুলের সুবাস ভরা বিকেল?
এলোচুলের রৌদ্রছায়ার বিকেল?
মিষ্টি মুখের, মিষ্টি মেঘের বিকেল?
আমি হারিয়ে যাবো!!!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০১