এখনো ভাবনা গুলো অতংকিত।
আর জানালার পর্দা গুলো আরও নোংরা হয়েছে।
সাদা ক্যানভাস, রংতুলি সব আগের মতই আছে।
যে কাল্পনিক দৃশ্যটা আকঁতে চেয়েছিলাম,
সেটা এক্ষুনি দেখলাম
আমার ফুটো দেয়াল দিয়ে।
রক্তের নর্দমা আর কচি হাড়ের স্তুপ।
সেখানে কিছু উত্সুক মুখের ভীড়, পরিচিত।
তেলরং এর গন্ধটা আজ আরো প্রকট হয়েছে,
নেশার মত...আরও আছন্ন হয়ে আছে।
হঠাতই সাদা ক্যানভাস লাল হতে শুরু করে,
আর কিছুটা গড়িয়ে পড়ে
আপন মনে।
আমি বন্ধ করার চেষ্টা করি,
পারিনা তাই ছুড়ে দিই।
আর সেটা দেয়ালে আটকে যায়,
গড়িয়ে পড়ে সেখান থেকেও।
ভাবনা গুলো এখনো আতংকিত,
রং এ আঁকা জীবন্ত ছবি আমার দিকে তাকিয়ে।