কোটা বিপক্ষে কিছু বললে তথাকথিত চেতনাধারীরা আপনাকে রাজাকার বানায়ে ছাড়বে। প্রতিবন্ধী ছাড়া আর কোন কোটা মানি না। কোটা জাতির ক্যান্সার।
একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কেন কোটা পদ্ধতিতে মেরুদণ্ডহীনের মতো সরকারি চাকরি নিতে হবে? যাদের মা-বাবারা বীরের মতো যুদ্ধ করেছেন, তাঁদের সন্তানরা কিনা মেরুদণ্ডহীন এক খোটার চাকরি গ্রহণ করবে!
শুধু প্রতিবন্ধি কোটা ছাড়া বাকি সব অহেতুক এবং কষ্টকর। কোটা বন্ধ করে দেওয়া উচিত। মেধাই হতে পারে জাতির চালিকা শক্তি।
শেখ হাসিনা দূরদর্শী একজন মানুষ,
তাঁকে আরো ঠান্ডা মাথায় এসব নিয়ে ভাবতে হবে।
স্বাধীন দেশে জনগনের সব দাবির জন্যই যদি বিক্ষোভ, অনশন, কর্মবিরতি করতে হয়। তাহলে বুঝতে হবে সমস্যাটা কোথায়??? নায্য দাবি আদায়ে আন্দোলন অবশ্যই অপরিহার্য । না হলে গনতন্ত্র বলে কিছু কি রইল বাকি? অদ্ভুত আমাদের দেশ। ঘরে ঘরে চাকুরির বদলে ৪ কোটি বেকার !
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের আজকের আচরণ আর ৫২ সালের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের আচরণ প্রায় একই ছিল।
একটি স্বাধীন এবং সার্বভৌম দেশে নাগরিকদের মাঝে বৈষম্য সত্যি বিস্ময়কর এবং পৃথিবীর ইতিহাসে বিরল। এমনই অদ্ভুত দেশ ৫৬% কোটা দিয়ে রেখেছেন ।
কোটা দলের স্বার্থ সংরক্ষণের অন্যায় পথ।
যে দেশে প্রাইভেট সেক্টরে কোটা নেই, সেই দেশে আমি আর চাকরিই করুম না। সরকারি হিসাব বেসরকারি সেক্টরেও চাই চাই ।
অনেক মেধাবী সৃজনশীলদের দেখেছি পত্রিকায় অপদার্থের পা চেটে একটা চাকরির চেষ্টা করতে। সাংবাদিকতার নামে পোষা কুকুর হতে। এরা আবার গর্ব করে বলে, আমি জীবনে সরকারি চাকরির চেষ্টা করিনি। কেউ চাকরি করতে চাক না চাক, চাকরিপ্রার্থীদের খাটো করার সুযোগ নাই। এদেশে রবীন্দ্রনাথ হলেও না খেয়ে মরতে হবে।
বিটিশ আমলে আমাদের মুসলমান তোমার ভাষায় মেরুদণ্ডহীন পূর্বপুরুষরা কোটায় চাকরি, শিক্ষা, এমনকি সংসদে পর্যন্ত গেছে। তোমার ভাষায় মেরুদণ্ডহীন বাংলাদেশ আন্তর্জাতিব বাণিজ্যে নানা কোটা পায়। উন্নয়নশীল দেশে পুরোপুরি পদার্পনের পর কিছু কোটা বন্ধ হয়ে যাবে বলে তোমাদের মাথায় চিন্তার ভাঁজ, কারণ তখন কর বাড়বে, আমদানিতে খরচ বাড়বে, বিদেশি ঋণের সুদ বাড়বে। তখন বলো কোটার দরকার নাই।
বাংলাদেশেই বিশেষ চাকরিতে ৬০ শতাংশ কোটা আছে। আর ভারতেই তো ৪৯.৫ শতাংশ কোটা। এর বাইরেও কোনো কোনো রাজ্যে আলাদা ৩০ শতাংশ কোটা আছে। কোটার মর্ম না বুঝে চিৎকার করে লাভ কী? তাহলে বলো, বাংলাদেশ যেসব কোটা পায়, সব বন্ধ করে দিক। তখন বুঝবে জীবন কত কঠিন।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০