১। ঘুম থেকে উঠে দেখি মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে।
সুরভি বাসায় নেই। আজ বিরাট ফাটাফাটি হবে। সুরভি বাসায় এসে যখন দেখবে পরী তার মেকাপ বক্স ধরেছে!
তবে আমাকে মন্দ লাগছে না। ভালোই সাজিয়েছে।
মেয়ে এখন বলছে বাবা তোমাকে বিউটিফুল লাগছে। চলো চিড়িয়াখানায় যাই।
২। ক্যালেন্ডারের পাতা উল্টানো খুবই শখের একটা কাজ ছিল ছোটবেলায়। এ কাজে এত সিরিয়াস ছিলাম যে মাঝে মাঝে মাস শেষের দুই এক দিন আগেই কাজটি সেরে ফেলতাম। এখনও একাজটি অনেক আনন্দ নিয়ে করি। কোথাও যদি দেখি- মাস শেষ কিন্তু ক্যালেন্ডারের পাতা উলটানো হয়নি, তখন খুব রাগ হয়। দায়িত্ব মনে করে নিজেই পাতা উল্টিয়ে দেই।
৩।
আয়নাতে নিজেকে দেখে রাগের বদলে হেসেই দিলাম। ভাবছিলাম একটা কঠিন ধমক দিব। কিন্তু মেয়ের মুখের দিকে তাকালে ধমক তো দূরের কথা ইচ্ছা করে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি।
না, আজ আর বের হবো না। তবে আগামীকাল মেয়েকে নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি যাবো। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। পোষ্ট দেখে কারো মেজাজ খারাপ হলে আমি ক্ষমাপ্রার্থী।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮