নীলার বিয়ে হয়ে গেছে-
নীলার কি আমার কথা মনে পড়ে?
সেই থেকে আমি আজও পরাজিত
মানব জন্ম পেয়েও আমি সৌভাগ্যহীন।
বছর চারেক আগে একদিন-
নীলার সাথে হঠাৎ নিউ মার্কেটে দেখা
এখনও বেশ সুন্দর আছে, মেদহীন
চোখে কাজল, কুমারী মেয়ে বলে মনে হয়,
জর্জেট শাড়ির উপর এ্যান্টিকের কাজ করা
মাথা ভরতি এক আকাশ চুল।
নীলাকে আমি ভালোবাসি-
কিন্তু কখনও নিজের করে চাইনি।
সাঁতার জেনেও সুমুদ্রে ডুবে যাওয়ার ভয়
একদিন আমার হাতের উপর ছিল নীলার হাত।
ইচ্ছা করে এক ভর দুপুরে নীলার বাসায় যাই
ভাবতে ভালো লাগে, নীলার স্বামী অসৎ, ঘুষখোর
দেখলাম ঘুষখোর পরীবাগের সামনে দাঁড়িয়ে
ইচ্ছা করছিল, ধাক্কা দিয়ে বাসের নিচে ফেলে দেই।
সুন্দর ফুটফুটে দু'টা ছেলে হয়েছে নীলার
বাচ্চা দু'টার হাসিমুখ খুব ভালো লাগে
নীলা, আমি তোমাকে কোনো দোষ দেই না
শুধু মনে রেখ আমি তোমাকেই ভালোবাসি।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও অবসর সময়ে দুষ্টলোকদের সাথে আড্ডা না দিয়ে কবিতাটা লিখে ফেললাম।
ছবিটা সুরভি তুলেছে। মডেল আমি। ধন্যাব্দ। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। )
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৬