১। বিরাট জমিদারের বাড়ির পাশে একটা কুড়ে ঘরে একজন গরীব লোক থাকত। সে বলত, জমিদার বাবুর বিরাট বাড়ি, এত বড় বাগান, ঘাট, বাধানো দিঘি, সিংহের মূর্তি বসানো দরজা। আমিও এর মালিক। জমিদা বাবু কাগজ পত্রে এসবের মালিক বটে। কিন্তু এই বাগান, দিঘি, সিংহদ্বার, এসব কিছু মিলিয়ে যে দৃশ্যের শোভা, আমিও তার সমান অংশিদার। আমিও তা উপভোগ করি। আমার কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
২। যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে বেশীর ভাগ পুলিশের আচরণ খুব ভয়াবহ এবং হিংস্র।পুলিশ যেকোন ব্যক্তি কে কোন চার্জশিট ছাড়াই ধরে।আবার ধৃত ব্যক্তি নিরপরাধ হওয়ার পর ও তাকে টাকা ছাড়া ছাড়ে না।
৩। বিশ্বখ্যাত গ্রীক দার্শনিক সক্রেটিস বলেন, 'Woman is the greates source of chaose and disruption in the world' ‘নারী জগতে বিশৃংখল ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস’ ।
চীন দেশের নারীদের অবস্থার বিবরণ দিতে গিয়ে জনৈকা চীনা নারী বলেন, ‘মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্নে । অদৃষ্টের কি নির্মম পরিহাস! নারী সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী। জগতে নারীর মত নিকৃষ্ট আর কিছু নেই’ ।
খৃষ্টধর্ম মতে নারীরাই নরকের প্রবেশ দ্বার। সপ্তদশ শতাব্দীতে ‘কাউন্সিল অব দ্যা ওয়াইজ’-এর অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় 'Woman has no soul' ‘নারীর কোন আত্মা নেই’ ।
ইহুদী ধর্মে : এ ধর্মে নারীর প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, ‘সতী নারীর চেয়ে পাপিষ্ট পুরুষও শতগুণে ভাল’। তারা নারীকে যাবতীয় পাপ ও মন্দের মূল কারণ হিসাবে গণ্য করেছে ।
বৌদ্ধ ধর্মে নারীকে সকল পাপের জন্য দায়ী করা হ’ত।
হিন্দু ধর্মে : নারীদেরকে বলী দেওয়া হ’ত এবং এ ধর্মে সতীদাহ প্রথা প্রচলিত ছিল । এছাড়াও এ ধর্মে নারীরা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত। হিন্দু ধর্মে নারীদের অতীব হীন ও নীচু স্তরের প্রাণী মনে করা হ’ত ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩০