১। সত্যি মিথ্যায় জড়ানো এ জগত । মিথ্যারও মহত্ব আছে । হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যার মোহ । শোক, দুঃখ, জীবনের অসহ্য ক্লান্তি এ সব তো তুচ্ছ, মরনকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করতে পারে ।
২। কথা নয় চুপচাপ পাশে বসে থাকবে, এমন একজন সঙ্গী দরকার আমার । যার মন খুব গম্ভীর, যার স্পর্শকা্তরতা খুব প্রখর । যে কথা ছাড়াই মানূষকে বুঝতে পারে ।
৩। অনেকেই আমার মতের সঙ্গে ঐক্যমত পোষণ না করলেও আমার কিছু যায় আসে না । আমি অবশ্য চিরকালই কাউকে তোয়াক্কা না করা মানূষ । কাউকে তোয়াক্কা করাটা ভালো নয় । তোয়াক্কা করলে শরীর খারাপ হয় । কাজেই খুব সাবধান থাকতে হবে।
৪। বেশী কৌতুহল ভালো নয় । জলের মাছ যখন বেশী কৌতুহল দেখায়, তখনই বড়ঁশিতে গেঁথে যায় । বনের হরিণ যখন বেশী কৌতুহল দেখায় অমনি সে ফাঁদে ধরা পড়ে । এমন কী বাঘও যখন বাঁধা ছাগল দেখে কৌতুহল সামলাতে পারে না, অমনি গুলি খেয়ে মরে । আর মানূষ বেশী কৌতুহল দেখায় বলেই এত বড়-বড় জিনিস আবিস্কার করে।
৫। রোমিও-জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ বা কিং লিয়র সবগুলোই মানুষের নাম হলেও ওরা কেউ-ই কিন্তু সত্যিকারের মানুষ নন। ওরা সবাই এক- একটি নাটকের প্রধান চরিত্র।
৬। জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। জীবন খুবই ছোট, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোন মানেই হয় না। যে মানুষগুলো আপনাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসুন আর যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হন।
৭। একটা বই খুলে মাসখানেক ধরে যদি সেটা না-ই পড়া যায়, কুড়ি পঁচিশটা জটিল চরিত্র যদি তাতে না-ই থাকে, এক এক অধ্যায় শেষ করে যদি রাতে ঘুমানোর আগে সেগুলো নিয়ে একটু চিন্তা না করা যায়, তাহলে ওটা একটা ছাতার উপন্যাস ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৬