একটা ব্লগ লিখতে অনেক সময় লাগে। অনেক পরিশ্রম করতে হয়। অনেক সময় নিয়ে ভাবতে হয়।
অনেক সাধ্য সাধনা করার পরে লেখাটা যখন পোষ্ট করি- দেখা যায়, আমার পোষ্ট করা লেখাটি কেউ'ই পড়ছে না। ২৪ ঘন্টা পার হওয়ার পর মাত্র ১৩ বার পঠিত। আজিব !!! কোনো মন্তব্য নাই। আজিব !!! কেন এরকম হয়? আমার পরিশ্রমের কোনো দাম নেই!?!?!
নিজেকে দিয়ে বুঝি, একটা লেখার পেছনে অনেক সময় ব্যয় হয়। মাস শেষে নেট বিল তো আছেই। গড়ে দেখা যায়, আপনি অনেক পরিশ্রম করে বা কপি করে লিখলেও সেই লেখা কেউ পড়ছে না। ধরে নিলাম, ব্লগারের সংখ্যা কমে গেছে? কিন্তু যে ক'জন ব্লগার আছে তারাও তো লেখা পড়ছে না, মন্তব্য করছে না। তাহলে একজন ব্লগার কেন লিখবে? এই ব্যাপারটায় একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।
অনেককে দেখা যায় মুখ চেনা বা নাম দেখেই ব্লগ পড়েন। মন্তব্য করেন। মুখ চেনা হলেই তার ব্লগ ভালো। সেটা পড়তে হবে, মন্তব্য করতে হবে। আর অপরিচিত হলে- তার ব্লগ পড়া যাবে না। মন্তব্য তো দূরের কথা। বেশির ভাগ ব্লগারের মানসিকতা এমন একতরফা কেন হবে? মন্তব্য করা মানে এক হিসেবে উৎসাহ দেয়া। উৎসাহ দিতে আমরা এতো কৃপণ কেন? আমি মনে করি, একজন সাংবাদিকের চেয়ে একজন ব্লগার কোনো অংশে কম না। বরং সাংবাদিকের চেয়ে ব্লগার বেশি ভালো। সাংবাদিক ইচ্ছে মতোন লিখতে পারে না। সম্পাদকের ইচ্ছায় তার লিখতে হয়। অনেকদিন বিচার বিবেচনা করতে হয়। এই দিক দিয়ে ব্লগাররা অনেক স্বাধীন।
ব্লগার চাঁদগাজী সাহেবকে দেখেছি- তিনি প্রচুর ব্লগ পড়েন এবং মন্তব্য করেন। তার মন্তব্যে দিকনির্দেশনামূলক কথা বার্তাও থাকে। আমাদের এই সামুতে তার মতো পরিশ্রমী ব্লগার আর একজনও নেই। সব ব্লগার যদি তার মতো হতো- তাহলে সামু সব সময় জমজমাট থাকতো। একজন যোগ্য ব্লগারের মতোন চাঁদগাজী সাহেব ব্লগ পড়েন এবং ভুল গুলো সংশোধন করে দেন বা দেখিয়ে দেন। তার এই আন্তরিকতা আমার খুব ভালো লাগে। চাঁদগাজী সাহেবের পরিসংখ্যান
আর একটা ব্যাপার, একজন নারী ব্লগার কিছু লিখলেই সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে? আর নতুন একটা ব্লগার তার লেখায় তো কাউকে ঝাঁপিয়ে পড়তে দেখি না। মেয়ে বলেই সে ভালো লিখে? আর একজন নতুন ব্লগার ভালো লিখে না? আমার নিজের কথা বলি- একসময় আমি কারোর লিখা পড়তাম না। অথবা দুই একটা লেখা পড়লেও মন্তব্য করতাম না। এখন আমি সবার লেখা পড়ি। লেখা খুব বেশি ভালো লাগলে মন্তব্যও করি। এই নিয়মটা এখন থেকে অব্যহত রাখব। আর একটা সিদ্দান্ত আমি নিয়েছি- আমার লেখা কেউ পড়ুক বা না পড়ুক, আমি মন খারাপ করবো না। বরং নিয়মিত লিখে যাব। আমার ব্লগ পরিসংখ্যান কি খুব বেশি দুর্বল?
আমি জানি আমরা সবাই ব্যস্ত। আমাদের অনেক কাজ। আসুন এই কাজের ফাঁকে ফাঁকে আমরা ব্লগ পড়ি। মন্তব্য করি। আমি মনে করি, লেখার চেয়ে পড়াটা বেশি জরুরী আমাদের জন্য। এখন আমি সকালে খবরের কাগজ পড়ি না। ব্লগ পড়ি। ব্লগ পড়লেই খবরের কাগজের চেয়ে বেশি জানা যায়। দৈনিক পত্রিকা গুলো কারো না কারো পক্ষপাতিত্ব করে। কিন্তু ব্লগাররা স্বতন্ত্র। তারা কোনো দল করে না। সব সময় সত্য কথা বলে- লিখে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০