নেদারল্যান্ড ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম অ্যামস্টারডাম। এই দেশ 'হল্যান্ড' নামেও পরিচিত। সরকারি হিসেবে নেদারল্যান্ডসের জনসংখ্যা ১৮ মিলিয়ন। নেদারল্যান্ডসের প্রধান ধর্মগুলি হল খ্রিস্টধর্ম ও ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি পানির শহর কোনটি? উত্তর হল আমস্টারডাম। এর চার ভাগের এক ভাগ নদী, নালা, খাল-বিলে ভরা। ক্যানাল বা নৌপথ এ শহরের সবচেয়ে বড়। আমস্টারডাম ১০০ কি.মি. এর বেশি ক্যানাল এবং ১ হাজার ৫০০ এর মতো ব্রিজ আছে। এত বেশি ক্যানাল ও ব্রিজের জন্য আমস্টারডামকে উত্তরের ভেনিস বলা হয়ে থাকে। নেদারল্যান্ড রাষ্ট্রের রাজধানী অ্যামস্টারডামের পাতাল ট্রেন ব্যবস্থার নাম আমস্টার্ডাম মেট্রো।
পৃথিবীর সবচাইতে ভদ্র পুলিশ মনে হয় নেদারল্যান্ডেসই আছে। পুলিশদের প্রতি কড়া নির্দেশ দেওয়া আছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতিবছর বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েদির অভাবে।
নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের খাল এখন UNESCO World Heritage. আমস্টারডামে রয়েছে অনেকগুলো বিশ্বমানের মিউজিয়াম। এই দেশের ছেলে-মেয়ে গুলো সাইকেল চালায়। বিশেষ করে ছাত্র-ছাত্রারী। ইউরোপের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অন্যতম দেশ হলো নেদারল্যান্ড। এখানে পড়তে যেতে হলে IELTS কমপক্ষে ৫.৫ বাধ্যতামূলক এবং আর্থিক সঙ্গতিরও ব্যাপার আছে। নেদারল্যান্ড এ সবচেয়ে পজিটিভ সাইড হলো, এখানকার ভিসা হওয়ার সকল শর্ত পূরণ করা অনেকটা সহজ এবং শর্ত পূরণ করলেই ভিসা নিশ্চিত। যাদের IELTS কমপক্ষে ৫.৫ এবং ১৫-১৬ লক্ষ টাকার নগদ ব্যাঙ্ক ব্যালান্স আছে তারা আবেদন করুন। ভালো ভাবে কোর্স শেষ করে ওখানেই ভালো চাকুরী অথবা ব্যবসা করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুন। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয় নেদারল্যান্ডের আমস্টারডম বিশ্ববিদ্যালয়।
মুসলিম আছে এক মিলিয়ন। বেশির ভাগ মুসলিম তুর্কি এবং মরক্কান। এছাড়াও ইরাক,ইরান,আফগানিস্তান,সোমালিয়া এবং সাবেক ডাচ কলোনী সুরিনাম থেকে আসা। দেশটির বড় শহর আমাসটারডাম,রটারডাম,হেগ এবং ইউট্রেক্টে বেশির ভাগ মুসলিম বাস করে। নেদারল্যান্ডসের রাজধানীর জনসংখ্যা সাত লাখের মতো৷ আর সাইকেলের সংখ্যা আনুমানিক দশ লাখ৷ সাইকেল পার্ক করার নির্দিষ্ট জায়গা আছে শহরে৷ কিন্তু সেগুলো ভরা থাকে অধিকাংশ সময়৷ তাই অনেকে রাস্তার পাশে অবৈধভাবে রাখেন সাইকেল৷ সেখানে সাইকেল চুরিও এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। এক লাখ সাইকেল প্রতি বছর চুরি হয়। রিক্সার শহর ঢাকা হলে সাইকেলের শহর নেদারল্যান্ডের রাজধানী। আমস্টার্ডাম এর প্রতি তিন টা সাইকেলের একটার কবরস্থান হয় খালে৷প্রতিকার কি! গড়ে উঠলো একটা পেশা, বাইক ফিশারম্যান। তাদের কাজ এই খালগুলো থেকে সাইকেলগুলো তুলে আনা, বিনিময়ে মাছের হিসাবের মত সাইকেলের সংখ্যা অনুযায়ী দাম পাওয়া। গড়ে বিশ হাজার সাইকেল বছরে তোলা হয় খালগুলো থেকে!
নেদারল্যান্ডসের সাথে কয়েকটা ব্যাপারে বাংলাদেশের সাথে খুব মিল আছে। বাংলাদেশের মত নেদারল্যান্ডসও বন্যাপ্রবণ দেশ। এর কারন হল, নেদারল্যান্ডসের বেশির ভাগ অঞ্চলের অবস্থানই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে। এইজন্যই দেশটার নাম নেদারল্যান্ডস – মানে low land – নিচু জায়গা। নেদারল্যান্ডসের পানির পরিমাণ যদি বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ, কোরিয়া আর তাইওয়ানের পরেই এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। পুরো শহরটাই যেন তরুণ-তরুণী আর যুবক-যুবতীতে ভরপুর। প্রাণ-প্রাচুর্যে টগবগ করে ফুটছে যেন পুরো শহর, হইহই করতে করতে জীবনটাকে সবাই উপভোগ করছে।
একটা দেশের অর্ধেকই যদি সমুদ্র সমতলের নীচে অবস্থিত হয়, তো সেই শহরের নাম নীচুভূমি না হয়ে আর কি-ই বা হবে। কিন্তু, নীচু এই দেশটির মানুষরাই নাকি আবার পৃথিবীতে সবচেয়ে উঁচু। গড় উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি। এমন একটা বিচিত্র দেশের রাজধানী আমস্টার্ডামও কিছুটা বিচিত্র হবে সেটাই স্বাভাবিক। নেদারল্যান্ডস-এ পতিতাবৃত্তি বৈধ এবং অন্য আর সব পেশার মত এই পেশায় নিয়োজিতরাও সরকারকে আয়কর দিয়ে থাকেন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২