আমি যখনি ইসলাম বিদ্বেষীদের একরাশ বুক ভরা ঘৃণা নিয়ে গালি দিতে যাই তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমি যখনি মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সবার থেকে একটু আলাদা হতে যাই তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমি যখনি কারো নামকে বিকৃত করতে যাই তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমি যখনি কারো অগোচরে তার সম্পর্কে বদনাম রটাতে যাই তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমি যখনি ফেসবুকে পাওয়া কোন সুন্দরী মেয়ের মোহে আবিষ্ট হয়ে তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে যাই তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমি যখনি ফেসবুকের (১৮+) নামের কুৎসিত অশ্লীল পেইজে ভুল করে ঢুকে পড়ে সেখানের লেখা পড়তে যাই তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমার যখনি বিড়ি টানার ইচ্ছে হয় তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমি যখনি সুদী ব্যাংকের সাথে লেনদেন করতে যাই তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমি যখনি নামায ক্বাজা করে ফেলার ইচ্ছা পোষণ করি তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমি যখনি দোকানে বাকি করতে যাই তখনি ইসলাম আমাকে প্রতি মুহূর্ত পাওনার কথা স্মরণ করিয়ে দেয়।
যখন কোন গরীব ভিক্ষুক আমার কাছে হাত পাতে তখন পকেটে টাকা থাকা সত্ত্বেও উচ্চস্বরে কর্কশ কণ্ঠে নাই বলতে যাই তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
একলা রাস্তায় মাটিতে দামী মোবাইল কুড়িয়ে পেয়ে যখনি পকেটে ঢুকাতে যাই তখনি ইসলাম আমাকে আটকে দেয়।
আমার অবচেতন মনে যখনি কুবাসনার উদ্ভব হয় তখনি আমাকে ইসলাম আটকে দেয়।
আমি যখনই................
ইসলাম আমাকে এভাবে সবকিছু থেকে আটকে রাখে। এভাবেই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফের বিশেষণ পেয়ে যায়।