আসসালামুআলাইকুম
ব্লগের সকল ভাই ও বোন এবং বন্ধুদের।আশা করি সকলে ভাল আছেন।সামনে আমাদের সিটি ইলেকশন আমরা কি ভাবছি?আশা করি সকলে সু্চিন্তিত মতামত মন্তব্যের মাধ্যমে নিম্নে প্রকাশ করবেন,ধন্যবাদ সকলকে।
আমাদের ঢাকার মেয়র প্রার্থীরা খুব সুন্দর করে বলছেন-ঢাকাকে পরিকল্পিত নগরী,সমস্যা চিহ্নিত সমাধান করবে এরকম আরও অনেক আশার বানী শোনাচ্ছে এবং নগর পিতা হওয়ার জন্য সকলের দোয়া ও সহযোগীতা চেয়ে যাচ্ছেন।
এখন কথা হল পরিকল্পিত নগরীর সংজ্ঞা কি???পরিকল্পিত নগরীতে আমরা কি কি পাব??
ঢাকা এমন একটি শহর যেই শহরের সিংহ ভাগই অপরিকল্পিত ভাবে গড়ে তোলা হয়েছে,শতকরা ৭০-৮০ ভাগ ভবনের নেই কোনো অনুমোদন কিংবা যেইভাবে অনুমোদন দেয়া হয়েছে সেই ভাবে ভবন তৈরী করা হয় না।সঠিক ভাবে রাস্তা ঘাট,ড্রেন সহ অনেক অনেক অসঙ্গতি আগে থেকেই রয়ে গেছে এই অবস্থায় কি করে পরিকল্পিত নগরী গড়ে তুলবে তার কোনো দিক নির্দেশনা কেউই দিচ্ছেন না আর আদৌ এটা সম্ভব কি??
আর সমস্যা যারা চিহ্নিত করেছেন সমাধান করবেন বলে এটাও কি বাস্তবে সম্ভব??আমাদের শহরে সমস্যা লিস্ট করলে গুনে শেষ করা যাবে না।এখন এত সমস্যা সমাধান করবেন,মাসের পর মাস রাস্তা খুড়ে ফেলে রাখা হয় সিটি কর্পোরেশন বলে ওয়াসার কাজ নয়ত বিটিটিবি এর কাজ কিংবা তিতাস এর কাজ আবার তাদের কাউকে বললে তারা বলে কর্পোরেশনের কাজ।এইভাবে ঠেলাঠেলি আর জনদুর্ভোগ চলতেই থাকা।এতো গেল একটা উদাহারণ,এরকম আরও অনেক উদাহারণ রয়ে গেছে আমাদের শহরে ।এইভাবে সমন্বয়হীন ভাবে কি কোনো সমাধান সম্ভব?
কাজেই আমাদের দরকার বাস্তব ভিত্তিক এমন একজন নগর পিতা/মেয়র যে আকাশকুসুম স্বপ্ন না দেখিয়ে অল্প করে হলেও তার মেয়াদে সম্পন্ন করতে পারবে এমন সু স্পষ্ট ইশতেহার প্রদান করবে এবং তার বাস্তবায়ন পরিকল্পনা সর্বসাধারনের কাছে তুলে ধরবে এবং আমরা আমাদের সুচিন্তিত সিদ্ধান্ত দিয়ে প্রকৃত দায়ীত্বশীল এর নিকট নগরের দায়ীত্ব তুলে দিব।
আমরা এরকম একজন সজ্জন ও সৎ ব্যাক্তির প্রত্যাশাই করি,সুন্দর হউক আমাদের আগামী।সবাই ভাল থাকবেন।