আমি আসলে খুবই সাধারণ একজন মানুষ টুকি টাকি ব্লগে ঘোরা ফেরা করি।কিন্তু কয়েকদিনে বাজারে যেরকম ব্যাপার ঘটেছে তাতে করে আজকে না লিখে আর পারলাম না।কিছুদিন হল আবার নতুন করে গ্যাস এর সংযোগ চালু করেছে সরকার এবং বিভিন্ন অঞ্চলে পুরোদমে কাজ চলছে গ্যাস সংযোগ এর বিশেষ করে রাজশাহী’তে।আসলে নিঃসন্দেহে এটা একটা খুব ভাল খবর,কিন্তু সেই সাথে একটি খারাপ খবরও রয়েছে।আর সেটা হল গ্যাস সংযোগ এর জন্য অত্যাবশকীয় একটি পণ্য হচ্ছে জি.আই(গ্যালভ্যানাইজড আয়রন) পাইপ।কিন্তু বর্তমানে বাজারে এই জি.আই পাইপ এর কৃত্রিম সঙ্কট করে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা অর্জন করতেছে সেই সাথে আর এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী গ্যাস লাইনের মত গুরুত্বপূর্ন কাজে ব্যবহারের সম্পূর্ন অযোগ্য অটো পাইপ মোটা করে বানিয়ে কালার ফলস সীল মেরে বিক্রী করছে ভোক্তা সাধারণদের কাছে।এটা নিছকই প্রতারনা ছাড়া কিছুই নয় এবং যার ফলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করাটা অস্বাভাবিক হবেনা।
সাধারণত বাজারে যেই প্রক্রিয়ায় অটো পাইপ বানানো হয় সেটি উচ্চ চাপসহ্য করতে পারবে না।বাজারে যে অটো পাইপ রয়েছে সেটা দিয়ে গ্রীল,রেইলিং অথবা স্টীল ফার্নিচার তৈরীতে ব্যবহার করে।কিন্তু একই উপায়ে একটু মোটা শীট দিয়ে তৈরী কৃত পাইপ জি.আই বলে চালানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় গ্যাস লাইন এর কাজে সেই পাইপ ব্যবহার করা হচ্ছে যার ফলস্বরূপ চরম ঝুকির ভিতর পরেছে হাজারো মানুষের জীবন।এমতবস্থায় আমি আমার ব্লগের সম্মানীত সকল সাংবাদিক সহ সকল ব্লগার ভাইদের দৃষ্টি আকর্ষন করছি,আপনারা এই বিষয়টিকে হালকা ভাবে না নিয়ে এই বিষয়ে অনুসন্ধান সাপেক্ষে এমন কিছু করেন যাতে করে কোনো বড় ধরনের দূর্ঘটনা ঘটার আগে দেশ ও দেশের মানুষ এর থেকে রক্ষা পেতে পারে।এবং অবশ্যই সেই সব মুনাফালোভী অসৎ ব্যবসায়ীদের সাস্তির আওতায় আনার ব্যবস্থা করুন।মহান আল্লাহ আমাদের সকলের জান মাল এর হেফাযত করুন-আমীন।