সাভার ট্রাজেডির সপ্তাহ পার হয়ে গেল এখন আর আগের মত নিউজ নাই আবার হরেক রকম নিউজ এর দেখা যাচ্ছে শোনা যাচ্ছে অনেক অনুদান এর কথা,আজকে আবার শুনলাম এটর্নী জেনারেল সাহেব নাকি জনপ্রতি কোটি টাকার ক্ষতিপূরন এর দাবী করেছেন।সাধুবাদ জানাই তাকে এজন্য যদি এটা সৎ উদ্দেশ্যে করে থাকেন তবেই।
কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কোটি কোটি টাকার ক্ষতিপূরনের অন্তরালে সাধারণ শ্রমিকদের সাথে জনগনের সাথে প্রতারনার এক নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে না তো???
এখন পর্যন্ত কেউ সঠিক ভাবে বলতে পারে না যে দুর্ঘটনার সময় কতজন রানা প্লাজায় উপস্থিত ছিল???সরকার এবং একটি পক্ষ বলেছে ২৫০০ থেকে ৩০০০ হাজার এর মত মানুষ ছিল কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।
এখনো হাজারো মানুষ নিখোজ,এখন আর আগের মত নিউজ হচ্ছে না,আবার জানি কোন ইস্যূ'র নিচে রানা প্লাজা ট্রাজেডি গুম হয়ে যায় সেটাই এখন মূখ্য হয়ে দাড়িয়েছে।বিগত দিন গুলোতে আমরা দেখেছি একের পর এক ঘটনা ঘটে আগের ঘটনা ধামাচাপা পরে যেতে,কিন্তু কোনো ঘটনারই সুস্থ কোনো সুরাহা হয় নাই এবং রানা প্লাজারটা যে সুরাহা হবে সেটার কোনো নিশ্চয়তা কে দিবে????
এত বিশাল অনাকাংখিত ঘটনা ঘটার পরও জনাব সোহেল রানার হুংকার দেখে অবাক না হয়ে পারি না তাই আমার আকুতি থাকবে আইন শৃংখলা বাহিনীর নিকট যত বাধা আসুক সত্যকে প্রতিষ্ঠিত করতে পিছপা হবেন না,দেখে নিতে হবে সোহেল রানার খুটির জোর কোথায়????
এখন সময় এসেছে রানার মত যত পরগাছা আমাদের আসে পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সকলকে শিকড় সহ উপরে ফেলার।এখন যদি আপনারা তা না করেন আর কখোনো করতে পারবেন না।আপনারা যদি এটা করতে না পারেন তবে তার জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন।
আমার আন্তরিক আহবান থাকবে আমাদের প্রশাসনিক কর্মকর্তা,আইনশৃংখলা বাহিনী,বিজিবি,সেনা,নৌ,বিমান বাহিনীর নিকট আপনারা সবকিছুই জানেন বুঝেন কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাদের সীমাবদ্ধতা আছে আমরা জানি তবুও দেশের স্বার্থে,সাধারন মানুষের স্বার্থে ঐ সকল মেহনতি মানুষের স্বার্থে যারা মাথার ঘাম পায়ে ফেলে নিরলস পরিশ্রম করে দেশকে নিয়ে যাচ্ছে আগামীর পথে,সাভার ট্রাজেডির নিহত সেই সকল শ্রমিক ভাই/বোন এর জীবনের প্রতিদান স্বরূপ দেশ থেকে রানার মত যত পরগাছা আছে তাদের সমূলে ধ্বংস করে এক সুন্দর বাংলাদেশ উপহার দিবেন।
আমার আরও আন্তরিক আহবান থাকবে দেশের আপামর জনগনের প্রতি,আমাদের প্রত্যেকের জীবন একটাই আবার প্রত্যেকেকেই কিন্তু মৃত্যু বরন করতেই হবে,কাজেই এই দামী জীবন টাকে হেলায় না ফেলে আসুন আমরা প্রত্যেকে দেশ,জাতির ও মানব কল্যানে হাতে হাত রেখে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি আগামী প্রজন্মে কে আমরা এনে দেই বাস্তবিক স্বাধীন সোনার বাংলা তাহলেই কেবল সাভার ট্রাজেডীতে নিহত ভাই ও বোনের আত্মা শান্তি পাবে।
বাংলাদেশের আপামর জনগনের নিকট আমার একটাই আন্তরিক আহবান আসুন সকলে কাধে কাধ মিলিয়ে এই শোক কে শক্তিতে রুপান্তর করে সাভার থেকে শুরু করে একে একে সমস্ত বাংলাদেশের যত রানা আছে তাদের সকলকে সমূলে ধ্বংস করি,উজ্জ্বল ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠন করি।সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই দোয়াই করি।