পোস্ট উৎসর্গঃ ব্লগার জিশান শা ইকরাম*
ঘটনা এক গত আওয়ামী সরকার আমলে অর্থাৎ ২০০০ সালের দিকে। বাংলাদেশ থেকে ছোটবেলার এক বন্ধু ইউএস এসেছে। তার সাথে মুড়ি-চানাচুর মাখাচ্ছি। একটু পর সে বলল - "দোস্ত, জিল্লুরটা একটু কম মনে হচ্ছে। আরেকটু দে।" যেহেতু অনেক দিন যাবত দেশের বাইরে, কিছুই বুঝলাম না। সে বলল - "আরে সরিষার তেলের কথা বলি। তোরা জানস না, দেশে তো এখন সবাই তেলরে জিল্লুরই ডাকে, আর জিল্লুররে তৈলুর ডাকে।"
ঘটনা দুই ২১শে আগস্টের ঘটনার কিছু ভিডিও ইউটিউবে দেখেছিলাম। আইভি রহমান সিরিয়াসলি ইনজুরড। বোঝাই যাচ্ছে, টিকে যাওয়ার সম্ভাবনা খুব ক্ষীন। টিভি সাংবাদিকদের সামনে জিল্লুর রহমান শেখ হাসিনার সাথে ফোনে কথা বলছেন। ওইপারে হাসিনা কি বলছে, তা জানি না। এইপারে জিল্লুরের কথাগুলি এইরকম - "আপনি দোয়া করেন ওর জন্য। আপনি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা। আপনি দোয়া করলে আল্লাহ শুনবে"। বউ খুব কষ্ট পেয়ে মারা যাচ্ছে, এই অবস্থায়ও চামচামি চালু। (ভিডিওটা খুঁজে পেলাম না, কেউ কি লিঙ্ক দিতে পারবেন?)
তার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করব?
(জিল্লুর ওরফে তৈলুর রহমানের ভিডিওটা খুঁজে পেলাম না, কেউ কি লিঙ্ক দিতে পারবেন?)
* ব্লগার জিশান শা ইকরামের শারীরিক বয়স আমার চেয়েও কিছুটা বেশি। কিন্তু তার উদ্যম, এনার্জি আমাকে একই সাথে মুগ্ধ এবং কিছুটা ঈর্ষান্বিত করে। এক শ্রেনীর ব্লগারদের স্থায়ী পাঞ্চিং ব্যাগ, তারপরও প্রবল উৎসাহে ব্লগিং করে যান। এই বয়সেও এইসব ঝামেলা দিনের পর দিন সহ্য করার ব্যাপারটা আমার কাছে বিষ্ময়কর!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৯