ইতিহাস - আশির দশকের শেষ দিকে বা নব্বইয়ের একদম শুরুতে এই গানটি মুক্তি পায়। এখানে যে ভার্সনটার লিঙ্ক পাবেন, সেটা তপন চৌধুরীর একক কন্ঠে। এই ভার্সনটা তপনের এক সলো ক্যাসেটে ছিল। পরে বিটিভির 'নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি' নাটকের (বুলবুল আহমেদ, শম্পা রেজা, খালেদ খান) জন্য শম্পা রেজা ও তপন চৌধুরীর দ্বৈত কন্ঠে আরেকটা ভার্সন রেকর্ড করা হয়।
গানের গীতিকারের নাম মনে করতে পারছি না বলে পাঠক ও গীতিকারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুরকার মাকসুদ জামিল মিন্টু।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সাজানো হলো না কিছু জীবন তাসের ঘর
কোথা হতে এলো এক নিয়তির ঝড়
প্রশ্ন যত বুকে রইল জমা
হলো না পাওয়া আর তোমার ক্ষমা
দু'চোখে রইলে হয়ে অনুপমা
শুধু তারপর
অন্তবিহীন পথে এখন চলা
নিজেই নিজের কাছে গল্প বলা
আধারে যেন জোনাকির জ্বলা
আমার প্রহর
ডাউনলোড লিঙ্ক
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৯