বাঘা সিদ্দিকীর আরো একটি ছবি দেখুন এখানে
এই ফটোটা ভালভাবে দেখুন। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীনের পর পর পল্টন ময়দানে প্রকাশ্যে হাজার হাজার মানুষ ও দেশি বিদেশি সাংবাদিকদের সামনে রাজাকারদের বেয়নেট চার্জ করে নিজ হাতে হত্যা করছেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
রাজাকারদের প্রতি কি রকম প্রচণ্ড আক্রোশ থাকলে এভাবে নিজ হাতে শাস্তি দেয়া যায়?
অথচ শাহবাগ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনানীকে 'নব্য রাজাকার' আখ্যা দেয়া হয়েছে!
" হয় তুমি আমাদের পক্ষ নয়তো তুমি রাজাকার, চাই ৭১ এ তুমি মুক্তিযোদ্ধা হও অথবা তোমার জন্ম ৯০-এর পরে হোক"- ভাবটা তাদের এমনই। তালগাছের গোড়া ধরে তারা পড়ে থাকবেই!(ফেসবুকের একটি পেজ থেকে সংগৃহীত)