এই যে ভাই শুনেন? জ্বি, বলেন আপনার কোমড় কত? আপনার কি দরকার?? দরকার আছেরে ভাই, আমার মাত্র ৩০ইঞ্চি আর দেখেন এই বেটা মিশরীয় তার হাতের মাংসপেশীই ৩১ ইঞ্চি মোস্তফা ইসমাইল (২৪) মিশরীয় শরীরচর্চাবিদ যার হাতের মাংসপেশী ৩১ ইঞ্চি ব্যস বিশিষ্ট যা গ্রীনিজ বুক অব রেকর্ডে স্থান করে নিয়েছে। ১০ বৎসর পূর্বে তিনি শরীরচর্চা শুরু করেন আর প্রতি সপ্তাহে অন্তত ২দিন ৩ ঘন্টা সময় অতিবাহিত করেন শরীরচর্চায়।।
সূরাঃ ৪ নিসা, আয়াত নং ১১৫ এর অনুবাদ- ১১৫। কারো নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মু’মিনদের পথ ব্যতিত অন্যপথ অনুসরন করে, তবে সে... ...বাকিটুকু পড়ুন