

১৯৭৬ সালে প্রথম ৩৭ যমজ নিয়ে এ অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। দিনকে দিন এ অনুষ্ঠানে অংশগ্রহনকারীর সংখ্যা বেড়েই চলেছে । এখানে শুধু যমজরাই আসে না ট্রিপুল (৩) এবং তাদের পরিবারও এসে থাকে ।


Twinsburg নামকরণ করা হয়েছে যমজ নামে পরিচিত Moses and Aaron Wilcox (বাস্তবিক তারা যমজ ছিলেন না) তাদের প্রতি সন্মার্থে, যারা ১৮১৯ সালে ৬ একর জমি দেন পাবলিক স্কয়ার এবং ২০ ডলার দেন এই এলাকায় প্রথম স্কুল প্রতিষ্ঠার জন্য। এখানকার অধিবাসীদের ঐকান্তিক ইচ্ছায় Millsville শহরকে Twinsburg নামকরণ করা হয়।


সবচেয়ে মজার ব্যাপার হলো Moses and Aaron Wilcox যারা যমজ নামে পরিচিত সারা জীবন একসাথে ব্যবসা করেছেন, একই পরিবারের দুই বোনকে বিবাহ করেছেন, তাদের সন্তান সংখ্যাও সমান। এমন কি একই রোগে আক্রান্ত হয়ে এক ঘন্টার মধ্যে দু'জন মৃত্যুবরণ করেন এবং Twinsburg’s Locust Grove Cemetery তে একই কবরে দু'জনকে সমাহিত কর হয়।

সংগৃহিত