আমার ছেলের এখন নামতা শেখার সময় এসেছে, ওর মা আপ্রান চেষ্টা করে মাত্র দুই এর ঘর পর্যন্ত শেখাতে পেরেছে; তাও ভুল-ভাল করে। ওর মা প্রায়ই এটা নিয়ে আমার সাথে চিল্লাচিল্লি করে। খুব যৌক্তিক কথা! বাবা ম্যাথমেটিক্স এর মানুষ, আর ছেলে নাকি ক্লাশে ১০ জনের মধ্যে ম্যাথম্যাটিকস এ ৯ম হয়!
যাই হোক, ছেলেকে নামতা শেখাতে স্বভাবত নেট ঘাটতে বসলাম। নেট ঘাটতে ঘাটতে মনে হলো আমরা নামতা শিখতে যত কষ্ট করেছি তার দশ ভাগের এক ভাগ কষ্ট করলেই নামতা শেখা সম্ভব। আমার ছেলের জন্য এটা বানিয়েছিলাম, যদি কারো প্রয়োজন হয় ... তাই শেয়ার করা!
এই অংশ শিশুদের জন্য ... ... ...
আজ শুন্য (০) থেকে দশ (১০) এর ঘরের নামতা শিখব!
নিচের চার্ট টা দেখঃ
কি! ১২১ টা সংখ্যা!!! ভয় পেয়ে গেলে???
ব্যাপার না! দেখ ম্যাজিক দিয়ে এগুলো কে কিভাবে অর্ধেক করে দিচ্ছি...
শুন্য (০) এর ঘরের নামতা মুখস্থ করতে হবে না, কারন – শুন্য দিয়ে যাকে গুন করবে সেই শুন্য হয়ে যাবে। ZERO IS ALWAYS HIRO!!! (সাবধানঃ শুন্য দিয়ে যেন তোমাকে গুন করতে যেও না তাহলে তুমি ও শুন্য হয়ে যাবে )
এক (১) এর ঘরের নামতাও মুখস্ত করতে হবে না, কারণ – এক দিয়ে গুন করা আর না করা সমান কথা, তাতে কারো কিছু যায় আসে না; সে যেমন তেমন ই থাকলে।
দুই (২) এর ঘরের নামতা মুখস্ত করতে হবে না, শুধু যোগ অংক জানলেই হয়। কোন সংখ্যা কে তার নিজের সাথে যোগ করলেই হলো। তাছাড়া তোমরা জোড় সংখা তো চিনই। ২, ৪, ৬, ৮ ... একটার পর একটা সংখ্যা।
আর দশ (১০) এর ঘরের নামতা পানির মত সহজ। যে সংখ্যার দশ এর ঘরের নামতা চাও তার উপর একটা শুন্য বসিয়ে দাও।
এবার দেখ ... অর্ধেক কমে গেছে... এখন মাত্র ৪৯ টি বাকী ... রিলাক্স!!!
এবার আর একটা ম্যাজিক দিই... আরো অর্ধেক কমে যাবে। এবারের টা অতটা সহজ নয় কিন্তু আবার কঠিন কিছু ও না।
পাঁচ (৫) এর ঘরের নামতা খুব সহজ! এর গুনফলে শেষে এক বার ৫ আরেক বার ০ ... এভাবে আসে। নিচের ছবির মত তোমার দুহাত মেলে ধর ... এবার আঙ্গুলের উপরের সংখ্যা গুলোতে কয়েক বার চোখ বুলিয়ে নাও। দেখে নাও কোন আঙ্গুলের উপরে কত লেখা আছে, সেটাই হচ্ছে ঐ সংখ্যার ৫ এর গুনফল।
নয় (৯) এর ঘরের নামতা ও খুব মজার! এটা শেখার তিনটি উপায় আছে; যেটি ভাললাগে সেটি রপ্ত করে নাওঃ
উপায় ১- আবার উপরের মত দুহাত টেবিলে রাখ! নয় এর সাথে যাকে গুন করতে চাও, বাম দিক থেকে গুনে সেই আঙ্গুল ভাক করে রাখ। এবার ভাজ করা আঙ্গুলের বাম পাশে আর ডান পাশে কয়টা করে আঙ্গুল থাকে সেটা পরপর লিখে ফেল- ব্যাস পেয়ে গেলে গুনফল।
উপায় ২- যে কোন সংখ্যাকে ৯ দিয়ে গুন করলে গুণফল সংখ্যার যোগফল সবসময় ৯ হয়। এক্ষেত্রে প্রথম সংখ্যাটি হবে ঐ সংখ্যার আগের সংখ্যাটা, আর পরের টা হবে ৯ হতে আর যত বাকি থাকে। একটা উদাহরন দেইঃ ধর ৯ এর সাথে ৭ গুন করবে। তাহলে প্রথম সংখ্যাটা হবে ৬ (৭ এর আগের টা) আর পরের ৩ (কারণ ৬ আছে ৯ হতে আর ৩ লাগবে), অর্থাৎ, ৭*৯=৬৩।
উপায় ৩ – এটি ব্যাখ্যা করার দরকার নেই, নিচের ছবিটি দেখলে সহজেই বুঝতে পারবে।
এবার দেখি এখন আর কয়টা সংখ্যা থাকল ???
মাত্র ২৫!!! ওয়াও!!!
এখনো ম্যাজিক শেষ হইনি... ২৫ টি ও তোমাকে মুখস্থ করা লাগবে না...
লাস্ট ম্যাজিক ... যোগের মত গুনের ক্ষেত্রেও সংখ্যা কে আগে পরে গুনফল একই থাকে। যেমন ৬*৭=৪২ আবার ৭*৬=৪২।
তাহলে ... ১২১ টা সংখ্যা থেকে এখন তোমাকে মুখস্থ করতে হবে মাত্র এই ১৫ টি!
এগুলোর মধ্যেও কিছু ম্যাজিক আপ্লায় করা যায় ... কিন্তু এত ফাঁকিবাজি করলে কি চলে??? একটু একটা কাগজে এগুলো লিখে নিয়ে কষ্ট করে মুখস্থ করে ফেল!!
আর তোমার মুখস্থ হয়ে গেলে... নামতা শেখার এই ম্যাজিক দেখিয়ে বন্ধুদের কাছে ভাব নিয়ে বেড়াও!!!