আমার রিসার্সটা মূলত সিমুলেশন রিলেটেড; মিনিসুপার কম্পিউটারে রান দিয়েও রেজাল্ট পেতে ৫/৬ দিন ওয়েট করতে হয়। এই সময়ের মধ্যে আবার ৩/৪ ঘন্টা পর পর রেজান্ট পর্যবেক্ষণ করতে হয় তা ঠিক ঠাক মত এগোচ্ছে না কি ডাইভারস করল। ডাইভারস করলে সেখান থেকে কিছু একটা ঠিকঠাক করে আবার রিস্ট্রাট দিতে হয়। এই কাজটা করতে ১০/১২ মিনিটের বেশী সময় লাগে না, কিন্তু তার জন্য মুটামুটি সবসময় কম্পিউটারের পাশে বসে থাকতে হয়। বন্ধের দিনে এটা আরো যন্ত্রণাদায়ক, এই দশ মিনিটের কাজ করতে বাসা থেকে ল্যাবে আসতে হয় প্রচন্ড ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে।
সরি, ধান ভানতে শিবের গীত গাওয়া শুরু করলাম ...
সেদিন হঠাৎ এই সমস্যার সমাধান পেলাম, ছোট্ট একটা ফ্রি সফটওয়্যার ডাউনলোড করেছি, এখন বাসায় বসেই ল্যাবের সব কাজ করতে পারি।
বাসায় বসে আফিসের কম্পিউটারে কাজ করবেন? অথবা অফিসে বসে বাসার? অথবা বিদেশে বসে দেশের কোন কম্পিউটারে? অথবা ...? খুব সহজ !!! TeamViewer নামের এই ফ্রি সফটওয়ারটা (http://www.teamviewer.com/en/index.aspx)ডাউনলোড করেনিন আপনার পিসিতে। ডাউনলোড শেষে অটোম্যাটিক একটা ID এবং একটা password পেয়ে যাবেন, সেটি লিখে রাখুন। এবার অন্য যে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চান সেখানেও একই ভাবে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে নতুন ID, password এর পাশাপাশি পূর্বের ID লেখার একটা জায়গা পেয়ে যাবেন, আইডি ঢূকিয়ে পূর্বের password টা দিয়ে দিন ... ব্যস... !! কি দেখতে পাচ্ছেন??? আপনার মনিটরে আপনার কাংখিত রিমোট কম্পিউটার টা কি দেখতে পাচ্ছেন!!! তো এবার শুরু করে দিন আপনার কাজ ... মনে হচ্ছে না আপনার কাংখিত পিসির সামনেই বসে আছেন??
প্রতিবার রিস্টাটের জন্য নতুন নতুন password জেনারেট হয়, এই সমস্যা দূর করতে ডানপাশে নিচে দেখেন Computers & Contacts লেখা আছে, ওখানে একটা গুতা মারেন, আপনার ইমেইল ব্যবহার করে একটা একাউন্ট খুলে নিন, অন্য কম্পিউটারেও অন্য একটা ইমেইল দিয়ে আরেকটা একাউন্ট খুলে নিন, নিজের ইচ্ছামত password ঠিক করে নিন। নো টেনশন ... এবার এক জায়গা বসে কাজ করুন একাধিক কম্পিউটারে !!!
কি! সুন্দর একটা জিনিষ শিখলেন, না? এবার বলেন কি খাওয়াবেন ... ... ...