আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে সরকার ও কিছু করতে পারে না : লোকাল বাসের ভাড়া বাড়াবে তার জন্য লোকাল বাসকে সিটিং করে ভাড়া বেশি নিবে আবার দাড়িয়ে লোক ও নিবে কেন ?হাতে গোনা ২/৪ টা বাস হয়তো ভালো সার্ভিস ভালো দিচেছ আর বাকি গুলোর অবস্থা খারাপ:
১) ফারামগেট থেকে মিরপুর ১২ এর ভাড়া ১৫ টাকা কিন্তুু আগাড়গাও নামলে ও ভাড়া রাখছে ১৫ টাকা
২) বৃষ্টি যখন হয় তখনই বাস পাওয়াটা আরো কঠিণ হয়ে পড়ে আর এই সুযোগটি কাজে লাগাছে সিটিং বাস গুলো যাএীরা ঠেলে উঠছে তারা ও নিচ্ছে আবার ভাড়া ও বেশি নিচ্ছে
৩) ইদের পরদিন ৩০ কি মি যেতে ভাড়া দিতে হয়েছে ১০০ টাকা যেখানে ভাড়া ৩০ টাকা বিবেকহীন এ কেমন অবিচার?
যাএী যখন কম বাস তখন সিটিং আর সেই সময় বাসে উঠতে পারা সম্ভব হয় না
*সর্বশেষে বলা যায়*
# হাফ পাশ বন্ধ হলো
# সাধারন মানুষের টাকা বেশি খরচ হলো
# বাসে উঠতে না পারা
)(অনেক কিছুই বলার ছিলো সংক্ষেপে লিখলাম তাই গুছিয়ে লিখা হলো না)(
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩