আজও দাঁড়িয়ে আছি- একা পথ চেয়ে তার
ক্লান্ত দুপুরে, ঘুঘু পাখিরাও পারে নি বিষণ্নতা কাটাতে।
তাই বুঝি ওরা ডেকে চলে অবিরাম, বিষণ্ন সময়কে সাথী করে।
আর অবোধ মানব সন্তান এক
চেয়ে থাকি অতীত সুদূরের পানে!
সামনে তাকানোর সময় হয় নি কখনো।
কত নদী সরোবরে
পদ্মপুকুর অনাদরে
পেরিয়ে সময়-কাল, স্থির দাঁড়িয়ে তারা
হয় নি সময় তাদেরও। তবু কথা বলে
মহাকাল- নির্বাক মিহি স্বরে।
অবশেষে যখন সময় হল সামনে তাকাবার
দেখি-
উত্তাল সমুদ্র এক- জলোচ্ছ্বাসের ঢেউ
তুমিও দাঁড়িয়ে একা- আমারই মতো
শেষ বিকেলের কেউ!
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪