
আগের পর্ব
আশি/নব্বইয়ের দশকের বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ইংলিশ গানগুলোকে একসাথে করে নস্টালজিক গানের পোস্ট/সিরিজ শুরু করেছিলাম। মুটামুটি ৯৫/৯৬ পর্যন্ত শোনা গানগুলো কাউন্ট করছি পোস্টের জন্য। কোন পছন্দের সিরিয়াল মেইনটেইন করছিনা, কেবল আর্টিস্টদের নামের ক্রমানুসারে লিখছি। ঐ প্রজন্মের হলে প্রথম কয়েক সেকেন্ড শুনলেই মনে পড়ার কথা বেশিরভাগ গান। দেখা যাক, মনে পড়ে কিনা! আগের পর্বে কভার

Eagles - Hotel California
ইগলস আমার বাপ/জেঠাদের জমানার ব্যান্ড



যাই হোক, রোলিং স্টোনস ম্যাগাজিন গানটাকে ৪৯ নাম্বার পজিশনে রেখেছে সর্বকালের সেরা ৫০০গানের লিস্টে। গীটার সোলোটা অসাধারণ, অনেক সেরা গীটারিস্টের চোখে, গীটার ম্যাগাজিন গীটার সোলোটাকে রেখেছে সর্বকালের সেরা গীটার সোলোর লিস্টের ৮নং পজিশনে! গানের লিরিকস বড় সিম্পল, একটা লাক্সারিয়াস হোটেলের কমফোর্ট ফিলিংসের বর্ননা একজন ক্লান্ত-শ্রান্ত ট্যুরিস্টের জন্য, সহজ ভাষায় বললে। তবে নব্বইয়ের দশকে গানটির অন্যতম সুরকার ডন হ্যানলে জানান এই গানে তারা আমেরিকার সাধারণ মানুষের কিছু ফিলিংসকে তুলে ধরেছেন! ১৯৭৮ সালে গানটা জিতেছিল এলবাম অফ দ্যা রেকর্ডের গ্র্যামি! গানটার মিউজিক ভিডিও একটাই পাওয়া যায় সবার কাছে, ১৯৯৪ সালের একটা লাইভ। সেটাই দেখা যাক-
ইউটিউব লিংক, বড় করে দেখতে
Glenn Medeiros - Nothing Gonna Change My Love for You
একজন সিঙ্গার হিসেবে গ্লেনের শুরুটা ছিল চমৎকার। এবং তা এই আলোচ্য গানের বদৌলতেই। নাথিং গনা চেন্জ মাই লাভ ফর ইউ আসলে জর্জ বেনসনের গান, ১৯৮৪ সালের ২০/২০এলবামে ছিল গানটা। ১৯৮৭ সালে আমেরিকার হাওয়াইয়ের এক লোকাল রেডিও কনটেস্টে গানটা কভার করেন গ্লেন, এবং জিতে নেন ফার্স্ট প্রাইজসহ বড় এক রেকর্ড কোম্পানির দৃষ্টি! ১৯৮৮ সালে বের হওয়া গানটা ইউকে টপচার্টে ৪ সপ্তাহ নাম্বার ওয়ান সিঙ্গেলস ছিল। গ্লেন এখন বলতে গেলে গান গাওয়া ছেড়েই দিয়েছেন, লাস্ট এলবাম বেরিয়েছিল ২০০৫এ। জনপ্রিয় এক প্রোগ্রামের হোস্ট এখন গ্লেন। যাই হোক, নতুন এফেয়ার হওয়া বড় ভাইদের সুবাদেই এই গানটা প্রথম কানে ঢুকেছিল। কম্পোজিশনটা সুন্দর, ভাল লাগার মতই গান। জরিপ তাই বলে, রাস্তার পাশে এভারগ্রীন লাভ সং-এর এমপিথ্রীগুলো ঘাটালে এই গানটা পাবেন, মাস্ট

ইউটিউব লিংক, বড় করে দেখতে
Kaoma ft. Loalwa Braz - Lambada
বাংলাদেশে কত এ্যাডের জিঙ্গেলে যে এই গানটার মিউজিক ইউজ করা হয়েছে ইয়ত্তা নেই, এখনো করা হয়! একবার সুরটা শুনলেই চিনতে পারবেন। এবং আজ পর্যন্ত যত গানের পোস্ট দিয়েছি এই গানটা আমাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে, পিসির পুরান গানের সাথে ছিল কিন্তু নামটা ভুল লেখা ছিল। আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক গান এটা। গানের নাম অর্থাৎ ল্যামবাডা ব্রাজিলের একধরণের নাচের নাম, স্পেশালি কাপলদের জন্য। এই নাচটা ব্রাজিলে জনপ্রিয়তা পাওয়া শুরু করে আশির দশকের গোড়ার দিকে, তবে আন্তর্জাতিকভাবে নাচটা জনপ্রিয়তা পায় ক্যাওমা গ্রুপের ল্যামবাডা গানটার কল্যানেই! মেইন গানটা ছিল বলিভিয়ার গ্রুপ Los K’jarkas -এর ১৯৮২ সালের গান Llorando se fue. পরে গানটাকে ট্রান্সলেট করেন Chico de Oliveira এবং গানটা প্রথম গাওয়া হয় ১৯৮৯ সালে। আমরা যে গানটা শুনি এটা ফ্রেঞ্চ পপ গ্রুপ ক্যাওমার গান তবে কোলাবরেশনে গাওয়া এই গানে ভোকাল ছিলেন ব্রাজিলের তখনকার জনপ্রিয় একজন পপ আর্টিস্ট Loalwa Braz, চারটা ভাষায় সমান দক্ষ একজন ভোকাল ছিলেন তিনি। গানটা আনঅথোরাইজড-ভাবে ট্রান্সলেট করায় আইনি জটিতার সৃষ্টি হয়েছিল, পরে অবশ্য ব্যাপারটার আইনি সুরাহা হয় এবং ক্যাওমার পক্ষেই যায় সেটা।
ক্যাওমা এখন নেই, ১৯৯৯ সালে ডিসব্যান্ডেড হয়ে গেছে ব্যান্ডটা। তবে ওদের সবচেয়ে জনপ্রিয় গান হয়ে এখনো মানুষের মুখে মুখে আছে ল্যামবাডা! ব্যান্ডের ডেব্যু এলবামের গান ছিল ল্যামবাডা। বিশাল সামার হিটে পরিণত হয়েছিল গানটা, কোন দেশেই টপচার্টের নাম্বার ওয়ান হতে না পারলেও মোট ৫ মিলিয়ন কপি বিক্রি হয় সিঙ্গেলসটা (রেকর্ডটা আরকি) এর মধ্যে ফ্রান্সে ২মিলিয়ন কপি! বিলবোর্ডে ৪৬ নাম্বার পজিশনে ছিল সম্ভবত ব্রাজিলিয়ান গানগুলোর মধ্যে অন্যতম রেকর্ড এটা। (অধুনা সেপালচুরা, সোলফ্লাই টপচার্টে এর চেয়ে অনেক ভাল পজিশন পায় মেইনস্ট্রিম রকচার্টে)। ব্যাপক জনপ্রিয়তার জন্য জন্য ক্যাওমা পরে গানটার ইংলিশ আর ফ্রেঞ্চ ভার্সনও বের করে। মিউজিক ভিডিওর শ্যুটিং হয়েছিল ব্রাজিলের কোকোস বীচে। ভিডিওটা আমার খুব একটা ভাল লাগেনা। যাকগে, দেখুন ল্যামবাডার মিউজিক ভিডিও-
ইউটিউব লিংক, বড় করে দেখতে
Maddona - Papa Don't Preach
পপের রাণী বলতে একবাক্যে সবাই ম্যাডোনাকেই চেনে, যদিও আমি মানি না



ইউটিউব লিংক, বড় করে দেখতে
Michael Jackson – Beat It; Thriller; They Don’t Care About Us
পপের রাজা বলতে একবাক্যে সবাই জ্যাকসনকেই চেনে (গানের আবার রাজারাণী কি, ম্যাডোনা কি মাইকেল জ্যাকসনের বউ ছিল নাকি?




তিনটা গানের কথা বলব। বিট ইট নিঃসন্দেহে সারা পৃথিবীতেই জ্যাকসনের সবচেয়ে সেরা গান। কত কোটিবার গানটা বাজানো হয়েছে সেটাই একটা ভাল স্ট্যাটিসটিক্স হতে পারত


ইউটিউব লিংক, বড় করে দেখতে
এরপর অবশ্যই বলতে থ্রিলার গানটার কথা। গানটা থ্রিলার এলবামের ৪নং ট্র্যাকলিস্টে ছিল, এটার জনপ্রিয়তার মেইন কারণ এটার মিউজিক ভিডিও। বাংলাদেশের অনেক পুরান মিউজিক লাভার এখনো বলেন, 'মিউজিক ভিডিও একটা ছিল থ্রিলারের, মারাত্মক জিনিষ!!' মাইকেলের পরের বেশকটা এলবামের ডিভিডিতে এই গানটা আর বিট ইট গানটা বারবার যোগ করা হয়েছে, জনপ্রিয়তায় এতটাই এগিয়ে ছিল গান ২টা!
ইউটিউব লিংক, বড় করে দেখতে
মাইকেলের সর্বশেষ জনপ্রিয়তা পাওয়া গান বাংলাদেশে- দে ডোন'ট কেয়ার এবাউট আস! অত আহামরি গান না, বাংলাদেশে বা অন্যান্য দেশে এতটা জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ থ্রিলারের রেশ আর মাইকেলের চেহারা সম্পূর্ণ বদলে যাওয়ার পরের গান বলে (আমার নিজের তাই মনে হয়েছে

ইউটিউব লিংক, বড় করে দেখতে
Michael Learns to Rock – Someday; Sleeping Child
মাইকেল লারনস টু রক!! নব্বয়ের দশকে বাংলাদেশের ঘরে ঘরে সবচেয়ে বেশি বাজা ইংলিশ গানটা সম্ভবত ওদেরই (সেলিন ডিয়নের হার্ট যায় গা এর আগে পর্যন্ত





ইউটিউব লিংক, বড় করে দেখতে
এই গানটা সামডের পরে শুনেছি, যদিও সময়ের হিসেবে এটা সামডের ৩বছর আগের গান। ১৯৯৩সালের এলবাম কালারস প্রায় ১মিলিয়ন কপি বিক্রি হয় ওয়াল্ডওয়াইড! এবং তার মধ্যে আমার আশেপাশে ব্যাপক শোনা অন্যতম গানে পরিণত হয় স্লিপিং চাইল্ড। গানের কথাগুলো খুবই সিম্পল কিন্তু ভাল লাগার মত গান সহজ স্ট্রাকচার এবং ভিডিওটাও বেশ সুন্দর বানিয়েছিল। দেখুন ভিডিওটা।
ইউটিউব লিংক, বড় করে দেখতে
এম.পি.থ্রী ডাউনলোড লিংক:
Eagles - Hotel California
Glenn Medeiros - Nothing Gonna Change My Love for You
Kaoma ft. Loalwa Braz - Lambada
Maddona - Papa Don't Preach
Michael Jackson - Beat It
Michael Jackson – Thriller
Michael Jackson – They Don’t Care About Us
MLTR - Someday
MLTR - Sleeping Child

******পরের পর্বে শেষ হবে নস্টালজিক গানের সিরিজ। বিটিভির এ্যাডওয়ালাদের আরেকটা ব্যাপক ফেভারিট গান (একই সাথে চরম ক্ষ্যাত একটা গানও বটে

পরের পর্ব
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১২ সকাল ৭:৫২