ইউরোপ মহাদেশভুক্ত দেশ জার্মানি। এর রাজধানী বার্লিন। জার্মানিকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী দেশ বলা হয়। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকে দেশটি বিশ্বের অন্যতম। এর সরকারি নাম হলো ফেডারেল রিপাবলিক অব জার্মানি। এখানকার শিক্ষা অত্যন্ত মানসম্পন্ন। এ দেশে উচ্চ শিক্ষার অন্যতম সুবিধা হলো এখানে কোনো রকম টিউশন ফি ছাড়াই পড়া যায়।
শিক্ষাব্যবস্থাঃ
জার্মানিতে ব্যাচেলর্স, মাস্টার্স, ডক্টোরাল ও পোস্ট-ডক্টোরাল ডিগ্রি দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ডিপ্লোমা করারও ব্যবস্থা রয়েছে। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুটি সেমিস্টারে ভর্তির সুযোগ থাকে। গ্রীষ্মকালীন ও শীতকালীন। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন ও অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন সেমিস্টারে ভর্তি করা হয়। ব্যাচেলর্স ডিগ্রির জন্য মেয়াদ তিন-চার বছর ও মাস্টার্স ডিগ্রির জন্য এক থেকে দুই বছর পড়াশোনা করতে হয়।
ভর্তির যোগ্যতাঃ
এখানে ব্যাচেলর্স প্রোগ্রামে ভর্তির জন্য কমপক্ষে ১২ বছরের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। অর্থাৎ ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি পাস থাকতে হবে। ব্যাচেলর্স ডিগ্রির পর মাস্টার্সে ভর্তির আবেদন করা যাবে। মাস্টার্সের পর আরও উচ্চতর শিক্ষার ব্যবস্থাও এ দেশে রয়েছে।
টিউশন ফি ও অন্যান্য খরচঃ
এ দেশে উচ্চ শিক্ষার্থে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় কোনো টিউশন ফির দরকার হয় না। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় সেমিস্টার প্রতি ৫০০ থেকে ৫৫০ ইউরো প্রয়োজন হয়। এ ছাড়া থাকা-খাওয়া, বইপত্র ও অন্যান্য খরচ বাবদ ৬০০ থেকে ৭০০ ইউরো খরচ হতে পারে।
আছে পার্টটাইম চাকরিঃ
জার্মানে অনেক খণ্ডকালীন চাকরির সুযোগ পান বিদেশি শিক্ষার্থীরা। এদের জন্য সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সীমা নির্ধারণ করা থাকে। তবে গ্রীষ্মকালীন তিন মাস ছুটি, যে কেউ কাজে লাগাতে পারেন।
আবেদন ও ভিসাঃ
জার্মানি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটগুলোতে ভর্তির আবেদন ফরম পাওয়া যায়। যে বিভাগে ভর্তি হতে চান, সেই বিভাগে ঢুকে আবেদন করতে পারেন। এখানে প্রয়োজনীয় কাগজপত্রের কথা উল্লেখ থাকে। তবে ভর্তির জন্য নম্বরপত্রসহ শিক্ষাগত যোগ্যতা, বাংলাদেশের প্রতিষ্ঠানের ছাড়পত্র, জার্মান বা ইংরেজি ভাষার টেস্ট স্কোর, পাসপোর্টের ফটোকপি দরকার হবে। জার্মানিতে উচ্চ শিক্ষার ভিসার জন্য প্রথম বছরের জন্য সাত হাজার ৬০০ ইউরো ফান্ড ও শিক্ষাকালীন অর্থনৈতিক পরিকল্পনা দেখাতে হবে। আর বিস্তারিত তথ্য জানার জন্য জার্মান দূতাবাসে যোগাযোগ করতে পারেন।
ঠিকানাঃ ১৭৮ গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২। ফোনঃ ৮৮৫৩৫৪২১-২৪, ফ্যাক্সঃ ৮৮-০২-৮৮৩৫৩২৮, ই-মেইলঃ [email protected]
ভাষার দক্ষতাঃ
জার্মানির অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষায় পাঠদান করা হয়। এ ক্ষেত্রে জার্মান ভাষার ওপর কোর্স করতে হবে। আর যেসব বিশ্ববিদ্যালয় ইংরেজিতে পড়ানো হয় তার জন্য আইইএলটিএস বা টোফেল কোর্স করা থাকতে হয়। টোফেল স্কোর ২১৩ বা স্কোর ৭৯-৮০ এবং আইইএলটিএস স্কোর ৬·০ থাকতে হয়। তবে প্রতিষ্ঠানভেদে এর তারতম্যও ঘটতে পারে।
জার্মানির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঠিকানাঃ
University of Hamburg
20146, Hamburg, Ed, imd_siemens-allee 1, Germany.
Tel : 0049 40 42838 2449. Fax : 0049 4042838 2142.
Web : http://www.uni-hamburg.de
University of Bonn
Popples donfen allee 53, D-53115, Bonn, Germany
Tel : 0049 228 737626, Fax : 0049228735966
Web : http://www.uni-bonn.de
University of Augsburg
universitatsstr 2, 86159, Agusburg, Germany, Tel : 0049 821 598-0
Fax : 0049 821 5985505, Web : http://www.uni-augsburg.de
University of Bremen
28334, Bremen, Postface 330440, Germany
Tel : 0049 421 2181, Fax : 0049 421 2184259.
Web : http://www.uni-bremen.de
Ruprecht-Karls University : 96047, Hidelberg, Postface 105760, Germany, Tel : 0049 6221 542335, Fax : 0049 6221 542332, Web : http://www.uni-heidelberg.de