এই তো আমি, ষ্পর্শে আমার উপস্থিতি
তবু আমাকে আমি চিনি না, কিসের অনুপস্থিতি?
নির্বাক নয়ন প্রকৃতি মুগ্ধতায়
কার অভাব তাড়া করে আমায়….
ধুক ধুক শব্দে আমার প্রাণের অস্তিত্ব
তবুও শঙ্কা আমাকে নিয়ে
আমি কে?
অসহ্য যন্ত্রনায় কাতর যখন মস্তিষ্কের কোষগুলো
তখনো আমি ব্যাস্ত, খুজতে আমার আমি কে ।
হাটু মুড়ে দু হাতে নতজানু হয়ে
সৃষ্টার কাছে আপীল করতে।
তবুও ব্যস্ত বিধাতা অন্ধকারে রাখতে আমাকে।
কি যন্ত্রণা, কি কষ্ট, অসহ্য, নির্মম
কে বলবে আমি কে?