পথ
আজ ও আবিস্কার করতে পারলাম না
আমার অন্তহীন চলার পথ,
কোথায় গন্তব্য, কোথায় ঠিকানা
কোথায় মিটবে আমার পিপাসা।
অন্ধকারে পথ চলা..............
আলোর অস্তিত্ব নেই, নেই কোন সাহারা
দিক নির্দেশনার জন্য নেই কোন তাঁরা।
অনন্ত পথের যাত্রী আমি, সঙ্গী নেই কোনো,
এগিয়ে চলা তবুও আমার ক্লান্তি নেই
আশা নেই নেই কোন শেষ ঠিকানা
তবুও পথ শেষের আশায়
আমার ছুটে চলা। বাকিটুকু পড়ুন