তুমি আসবে, তাই তাকিয়ে আছি
তোমার পথের পানে,
চোখের পাতা দুটি যেন ভুলে গেছে আজ
সকল অবসাদ সকল ক্লান্তি কারণ,
তুমি আসবে ।
চৈত্রের সুদীর্ঘ দুপুরের পর
বিকেলের ঝিরিঝিরি বাতাসে ন্যায়
বহু প্রতিক্ষার পর তুমি আসবে।
কাঠফাঁটা রোদে ফেটে চৌচির হয়ে যাওয়া
সুবিস্তৃত মাঠের বুকে, একফোঁটা বৃষ্টি হয়ে
তুমি আসবে।
আমার হৃদয়ের ভগ্নকুটিরে, আমাবশ্যার অন্ধকারে
সাঝেঁর প্রদীপ হয়ে,
তুমি আসবে।
তোমার স্পর্শে বসন্তের বাগানের ন্যায়
নতুন করে জেগে উঠবে আমার মন,
স্বপ্নলোকের রঙিন আবিরে
রঞ্জিত হবে এ জীবন।