পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বিনিয়োগকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর ঘোষণা চান। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেই তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ‘আমাদের আন্দোলন সরকারবিরোধী বা কারও বিরুদ্ধে নয়। এ ছাড়া গতকাল যাঁরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, তাঁরা স্বেচ্ছায় করেছেন। সরকারি কেউ আমাদের কর্মসূচিতে এলেও আমরা তাঁকে স্বাগত জানাব।’
সকালে পুলিশ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে থেকে অনশনরত বিনিয়োগকারীদের সরিয়ে দিলে দুপুরে তাঁরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়েছেন। এখানে অনশন কর্মসূচিতে বাধা দিলে বিনিয়োগকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবেন।
সংবাদ সম্মেলনে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ আমরণ অনশন কর্মসূচি ভণ্ডুল করে দিয়েছে। ডিএসইর সামনে থেকে সংগঠনটির সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী ও সিদ্দিকুর রহমান নামের এক বিনিয়োগকারীকে আটক করেছে। আর এ অবস্থায় তাঁরা নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ উপস্থিত ছিলেন।
প্রথম অেলা েথাক