কখনো ভেবেছেন কি সমুদ্রের মাঝখানে একটি মা তিমির পক্ষে কীভাবে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো সম্ভব?
যখন তিমির বাচ্চা দুধ খাওয়ার জন্য তার মায়ের কাছে আসে তখন মা মিতি তার সন্তানের কাছে দুধ সরাসরি পানিতে ছেড়ে দেয়। তিমির দুধে প্রচুর চর্বিযুক্ত উপাদান থাকায় সেটি পানিতে দ্রবীভূত হয় না। তখন এই ঘন ও আঠালো দুধটুকু তিমির বাচ্চাটি গিলে নেয়।
ফটোগ্রাফার : মাইক কোরোস্তেলেভ
২ : ফড়িং বা ড্রাগনফ্লাইয়ের ডানা
আপনি দেখছেন পাচ্ছেন মোবাইল ক্যামেরায় ম্যাক্রো লেন্স লাগিয়ে খুব কাছ থেকে তোলা ফড়িং বা ড্রাগনফ্লাইয়ের ডানার ছবি। ফড়িং বা ড্রাগনফ্লাই উড়ার সময় এই ডানাগুলি প্রতি সেকেন্ডে ৩০ বার হিসেবে প্রতি মিনিটে ১,৮০০ বার ঝাপটায়!
ছবি : মরুভূমির জলদস্যু
৩ : ইমপালার নৃত্য
পশু রাজ্যের মধ্যে সেরা পালায়ন শিল্পী হচ্ছে ইমপালা। ইমপালাদের লাফানোর দক্ষতা তাদের এই শ্রেষ্ঠত্ব দিয়েছে। জল পান করতে আসা ইমপালারা কুমিরের আক্রমণ থেকে পালাতে এভাবেই লাফিয়ে উঠে।
ফটোগ্রাফার : জন মুলিনাক্স
৪ : তুষার চিতা
উপরের ছবিটিতে একটি তুষার চিতার (snow leopard) ছবি রয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন?
ফটোগ্রাফার : সৌরভ দেশাই
৫ : মৌমাছি
একটি মৌমাছি ৭ সপ্তাহে ৮,০০০ কিলোমিটার ভ্রমণ করে ৫০,০০০ ফুলের পরাগায়ন ঘটিয়ে ১ গ্রাম মধু সংগ্রহ করে।
ছবি : মরুভূমির জলদস্যু
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৫