১। বিবাহিত সৈন্যদের জন্য
রাশিয়ার এই যুদ্ধের সময় একজন প্রৌঢ়া মহিলার ইচ্ছে হল যুদ্ধের সময় সৈন্যদের কিছু জিনিস উপহার দিবেন।
উনি নিজের হাতে ৩০০ উলের আণ্ডারওয়ার সেলাই করে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিলেন।
কয়েকদিন পর সেনাদপ্তর থেকে চিঠি এল, “প্রিয় মহাশয়া, আপনার সহৃদয় উপহারের জন্য ধন্যবাদ। কিন্তু আপনি একটা ভুল করে ফেলেছেন। আণ্ডারওয়ারের সামনের দিকে প্রয়ােজনীয় ‘ওপেনিং’ রাখতে ভুলে গেছেন।”
ভদ্রমহিলা জবাব লিখে পাঠালেন — “ওগুলো অবিবাহিত সৈন্যদের ব্যবহার করতে দিলে হয় না?”
২। GRILLS না GIRLS
ছেলেদের কলেজের দেয়ালে লেখা ছিল — I Love Old Dhaka's GRILLS.
পুরান ঢাকার এক মেয়ে সেই লেখাটা দেখে নিচে লিখে দিল— NOT GRILLS, YOU STUPID, GIRLS.
৩। নির্দেশনা
একটা কারখানার দেয়ালে কিছু নির্দেশনা লেখা আছে -
মহিলা কর্মচারীদের জন্য :
আপনারা যদি ঢিলে শাড়ি পরেন তবে মেশিন থেকে সাবধান থাকবেন।
আর আপনারা যদি আঁটো শাড়ি পরেন তবে মেকানিকদের থেকে সাবধান থাকবেন।
৪ ব্যাস্ত নার্স
ডাক্তারের চেম্বারে বেশ ভিড়।
নার্স : নেক্সট।
এক ভদ্রলােক এসে বললেন - দেখুন, আমি এসেছিলাম........
নার্স : কথা বলে সময় নষ্ট করবেন না। কাপড়-চোপড় খুলে এখানে শুয়ে পড়ুন।
ভদ্রলোক : কিন্তু আমি এসেছিলাম..........
নার্স : বললাম কাপড় খুলুন। ভিড় দেখছেন না ? চটপট খুলে ফেলুন।
নার্স আর কথা না বলতে দিয়ে ভদ্রলােককে নগ্ন করে বিছানায় শুইয়ে দিলেন। তারপর ডাক্তারবাবু এলেন।
ডাক্তার : বলুন কি কমপ্লেন ?
ভদ্রলােক : স্যার, আমি আপনার টেলিফোন ঠিক করতে এসেছিলাম।
৫। বয়স
পনেরাে থেকে কুড়ি বছরের মেয়েরা ভারতবর্ষের মতো - রহস্যময়, আকর্ষণীয়।
কুড়ি থেকে পঁচিশ বছরের মেয়েরা ইউরোপের মতাে - উপােভাগ্য, আনন্দময়, চঞ্চল, উজ্জ্বল।
পঁচিশ থেকে ত্রিশ বছরের মেয়েরা আমেরিকার মতাে - অভিজ্ঞ, বস্তুতান্ত্রিক, ব্যবসাবুদ্ধিসম্পন্ন।
ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মেয়েরা ব্রিটেনের মতাে - গম্ভীর, ঐতিহ্যবাহী, স্মৃতিভারাক্রান্ত।
পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মেয়েরা আফগানিস্তানের মতো - সবাই জানে আফগানিস্তান কোথায়, কিন্তু কেউই সেখানে যেতে বিন্দু মাত্র উৎসাহী নয়?
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০১
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০২
সূত্র: শচীন ভৌমিক এর লেখা থেকে সংগৃহীতো।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:২০