আপনারা দেখেছেন আমি মূলত ছবি ব্লগই বেশী শেয়ার করি।
ব্লগে ছবি শেয়ার করার আগে ছবিগুলিকে একটু কাটছাট করে ঠিকঠাক করে নেই, ছবিতে নিজের নাম বসিয়েদেই। এইসব কাজগুলি করি আমি লাইটরুম নামের ছোট্ট একটি সফ্টওয়ারে। ছোট হলেও খুব কাজের এটি। ছবি কাটাকাটি করা, ব্রাইটনেস বাড়ানো-কমানো, কালার চেঞ্জ করা ইত্যাদি নানান ছোট ছোট কাজ এতে করা যায়।
তো বেশ কিছু দিন আগে একটি দাঁতরাঙ্গা ফুলের ছবিতে বেশ কিছু পরীক্ষা চালিয়েছিলাম লাইটরুমে নিয়ে। তার ফলাফল দেখুন।