আমি লিখতে যা চাই
তা সর্বদাই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে,
আমি দেখি পূর্বাকাশে পূর্ণিমার চাঁদ উঠে
গর্ভবতী নারীর তুল্য ভারি হয়ে।
আমার হাতে তখন অমাবস্যার হাতছানি!
সমূদ্র ফুলে ফেপে উঠে
গর্ভবতী চাঁদের টানে নদীতে বান ডাকে,
নদী ছুটে যায় নিজো মোহনায় সাগর সঙ্গমে
মরা খালেও আসে অন্তিম জোয়ার।
আমি তখন ঘরের কোণে কবিতার খপ্পরে!
উৎসর্গ : দুই মেরুর দুই কবিকে
প্রিয় কাজী ফাতেমা ছবি আপুকে তার সহজ-সরল স্বাবলীল কবিতা রচনার জন্য।
আর
প্রিয় রাজীব নুর ভাইকে তার কবিতা লেখার প্রয়াসের জন্য।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১০