বইয়ের নাম : একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : হিমু বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : মে ১৯৯৯
প্রকাশক : পার্ল পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা : ১০৪
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
আঁখি হিমুর এক বোনের বান্ধুবী, আগে একবার হিমুর সাথে আলাপ হয়েছে। পরে আবার দেখা হয় মার্কেটের সামনে। পরে আঁখির বাবা যিনি পুলিশের খুব বড় অফিসার তিনি হিমুকে ডেকে নিয়ে গিয়ে বললেন তার মেয়ের নাম জুঁই। জুঁই তার বাবার সাথে লুকচুরি খেলছে। মাঝে মাঝেই সে কিছু সময়ের জন্য লুকিয়ে পরে। একদিন জুঁই বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাড়িতে ফেরে না। জুঁইয়ের বাবা তার পিছনে ফেউ লাগিয়ে রাখে বলে তাকে শিক্ষা দেয়ার জন্য জুঁই ইচ্ছে করে বাড়ি ছড়ে চলে যায়।
এদিকে হিমুর এক দূর সম্পর্কের খালা এ্যামেরিকা থেকে দেশে ফিরেছে। মালু খালা আর তার স্বামী যে বাড়িতে থাকে তার কেয়ারটেকার হাদি সাহেব হিমুকে খুঁজে বের করে খালার দেশে আসার খবর দেয়। হিমু খালার সাথে দেখা করলে খালা তাকে বলেন, তিন রাতে দুঃস্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেছেন তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। এই নিয়ে সে নানা দুশ্চিন্তাগ্রস্ত।
কিছু দিন পরে হঠাৎ করেই হিমুর সেই খালাকে খুন করা হয়। সাথে তার খালুকেও আহত করা হয়েছে। তিনি এখন কোমায় আছেন। খুনি হিসেবে হাদি সাহেবকে ধরা হয়েছে। পুলিশ হাদিকে ভিশন মার দিলে তার অবস্থা খারপ হয়ে যায়। হাদিকেও হাসপাতালে খালুর পাশের বেডে শুইয়ে রাখা হয়। হিমুর ধারনা হাদি সাহেব খুন করেনি, খুন করেছে খালু।
হাদির একমাত্র ছোট্ট মেয়েটিকে হিমু তাদের বাড়ি থেকে নিয়ে রূপার বাড়িতে দিয়ে আসে। ১২ তারিখে মেয়েটির জন্মদিন। সেটি হিমু তাকে একটি হাতির বাচ্চা উপহার দিবে বলেছে।
একদিন হঠাত হিমুর সাথে জুঁই এর দেখা হলো। হিমু জুঁইকে হাদি সাহেবের বাড়ির চাবি আর ঠিকানা দেয় সেখানে লুকিয়ে থাকতে। তারপর হিমু জুঁই এর বাবাকে ফোন করে বলে ১২ তারিখে একটি হাতির বাচ্চা নিয়ে হিমুর দেয়া ঠিকানায় গেলে সে জুঁইকে পাবে। এভাবেই শেষ হয় এই গল্প।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২১ বিকাল ৩:৫১