চলো এখনো সময় আছে বেড়িয়ে পরি, ফেলে রেখে সব পিছু টান... ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে, সব বাঁধা সব ব্যবধান.......
শুধু চলার জন্য চলা যাক না, ভুলে গিয়ে গন্তব্য... আমি আমার পথের গান গাইছি, তুমি তোমার গানটা ধরতো.....
ছবি তোলার স্থান : মালনীছড়া চা বাগান, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/০৯/২০১১ ইং
অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া
মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর
গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর......
----- কবীর সুমন -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং
পায়ে চলা পথ
ছবি তোলার স্থান : গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৮/২০১৬ ইং
ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে সেজেছ তুমি কি এ।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
পথের পেঁচ
ছবি তোলার স্থান : লেহ, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ৩১/০৫/২০১৫ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
এই পথ যদি না শেষ হয়..... ০১
এই পথ যদি না শেষ হয়..... ০২
এই পথ যদি না শেষ হয়..... ০৩
এই পথ যদি না শেষ হয়..... ০৪
এই পথ যদি না শেষ হয়..... ০৫
এই পথ যদি না শেষ হয়..... ০৬
=================================================================
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ দুপুর ২:০৩