ফুলটির নাম অশোক।
অশোকের ইংরেজি নাম - Asoca.
আর এর বৈজ্ঞানিক নাম - Saraca indica।
লালচে হলুদ রং্গের থোকা থোকা ফুল ফোটে। দেখতে অনেকটা রঙ্গনফুলের মত।
১।
২।
৩।
কলকাতার বোটানিক্যাল গার্ডেনে গত বছর মে মাসের ২৩ তারিখে এই ফুলের দেখা পাই। তখন অবশ্য এই ফুলের নাম সম্পর্কে নিশ্চিত ছিলাম না। উপরের তিনটি ছবি কলকাতার।
৪।
৫।
৬।
৭।
৮।
এই ফেব্রুয়ারির ২৫ তারিখে আমার মেয়ে সাইয়ারাকে নিয়ে গিয়েছিলাম একুশে বই মেলায়। বাংলা এ্যাকাডেমীর সামনে রাস্তার পাশে ফুটপাতে উপরে সামান্য দূরত্বে দুটি অশোক গাছের দেখা পেলাম। গাছগুলিতে ফুটে আছে অশোক ফুল। ৪ থেকে ৮ পর্যন্ত ছবিগুলি এখানকার।